শর্তাবলি

  1. শুধুমাত্র কলকাতা এবং সল্টলেক সংলগ্ন অ্যাপার্টমেন্ট এবং হাউজ়িং সোসাইটি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
  2. প্রত্যেক প্রতিযোগীকে অনলাইনে রেজিস্ট্রেশন ফর্মটি সঠিক ভাবে পূরণ করতে হবে।
  3. ২১ সেপ্টেম্বর মধ্যে ফর্ম পূরণ করে তা আনন্দ উৎসবের সংশ্লিষ্ট বিভাগে আপলোড করা বাধ্যতামূলক।
  4. জুরি সদস্যদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে। বিচারকদের সিদ্ধান্তের পরে কোনও অনুরোধ বা আপত্তিকে গ্রাহ্য করা হবে না।
  5. পুরস্কার স্বরূপ আনন্দবাজার অনলাইনের তরফে প্রত্যেক বিজেতাকে একটি সার্টিফিকেট ও ট্রফি দেওয়া হবে।
  6. প্রত্যেক অংশগ্রহণকারীদের মণ্ডপ প্রাঙ্গনের কোনও দৃশ্যমান স্থানে ‘আনন্দবাজার অনলাইন’ এবং ‘টেলিগ্রাফ অনলাইন’-এর ব্র্যান্ডিং প্রদর্শন করা বাধ্যতামূলক এবং তা যেন মণ্ডপ পরিদর্শনের সময় বিচারকগণ দেখতে পান।
  7. ব্র্যান্ডিংয়ের জন্য যাবতীয় সামগ্রী আমরা সোসাইটিদের প্রদান করব।
  8. পুজো কমিটির তরফে এক বার ফর্ম পূরণের পরে যদি কোনও তথ্য ভুল প্রদান করা , এবং তা যদি সংশোধন করতে হয়, তা হলে বিষয়টি আনন্দবাজার অনলাইন-এর অভ্যন্তরীণ দলকে জানাতে হবে এবং এ ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
  9. বিশদে জানতে যোগাযোগ করুন ‪+91 87777 31106‬ এই নম্বরে অথবা ‘আবাসনের সিংহাসন’ সম্পর্কে সব খবর জানতে চোখ রাখুন www.anandabazar.com/ananda-utsav এ।
Back to
Styled by
Partner
MishtiMukh
Partner
Fashion Jewellery
Partner
Fashion
Partner
Bhog
Partner
Bhog
Partner
Jewellery
Partner
Associate
Partner
Comfort
Partner

রেজিস্ট্রেশন ফর্ম

© 2025 ABP PVT. LTD.