শর্তাবলি
- শুধুমাত্র কলকাতা এবং সল্টলেক সংলগ্ন অ্যাপার্টমেন্ট এবং হাউজ়িং সোসাইটি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
- প্রত্যেক প্রতিযোগীকে অনলাইনে রেজিস্ট্রেশন ফর্মটি সঠিক ভাবে পূরণ করতে হবে।
- ২১ সেপ্টেম্বর মধ্যে ফর্ম পূরণ করে তা আনন্দ উৎসবের সংশ্লিষ্ট বিভাগে আপলোড করা বাধ্যতামূলক।
- জুরি সদস্যদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে। বিচারকদের সিদ্ধান্তের পরে কোনও অনুরোধ বা আপত্তিকে গ্রাহ্য করা হবে না।
- পুরস্কার স্বরূপ আনন্দবাজার অনলাইনের তরফে প্রত্যেক বিজেতাকে একটি সার্টিফিকেট ও ট্রফি দেওয়া হবে।
- প্রত্যেক অংশগ্রহণকারীদের মণ্ডপ প্রাঙ্গনের কোনও দৃশ্যমান স্থানে ‘আনন্দবাজার অনলাইন’ এবং ‘টেলিগ্রাফ অনলাইন’-এর ব্র্যান্ডিং প্রদর্শন করা বাধ্যতামূলক এবং তা যেন মণ্ডপ পরিদর্শনের সময় বিচারকগণ দেখতে পান।
- ব্র্যান্ডিংয়ের জন্য যাবতীয় সামগ্রী আমরা সোসাইটিদের প্রদান করব।
- পুজো কমিটির তরফে এক বার ফর্ম পূরণের পরে যদি কোনও তথ্য ভুল প্রদান করা , এবং তা যদি সংশোধন করতে হয়, তা হলে বিষয়টি আনন্দবাজার অনলাইন-এর অভ্যন্তরীণ দলকে জানাতে হবে এবং এ ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
- বিশদে জানতে যোগাযোগ করুন +91 87777 31106 এই নম্বরে অথবা ‘আবাসনের সিংহাসন’ সম্পর্কে সব খবর জানতে চোখ রাখুন www.anandabazar.com/ananda-utsav এ।