যুদ্ধ যখন শুরু হয় তখন সামনে কারা থাকে? কাদের রাখা উচিত? প্রশ্ন করা হলে আপনি বলবেন, সেরা যোদ্ধাদের। সেটাই করেছে শাওমি। নিয়ে এসেছে নিজেদের সেরা ফোন, টেকনোলজির পরিভাষায় যাকে বলে ফ্ল্যাগশিপ সিরিজ। নতুন সিরিজটির নাম দিয়েছে ‘কে’ সিরিজ। এই সিরিজের প্রথম ফোনটির নাম কে-টুয়েন্টি এবং কে-টুয়েন্টি প্রো।
শাওমি-র জনপ্রিয়তার অন্যতম কারণ দাম। আয়ত্তের মধ্যে ভাল মানের ফোন নিয়ে আসা। তাই দামের ব্যাপারে সব সময় সচেতন শাওমি। কিন্তু এই ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে দামের ব্যাপারে কিছুটা হলেও উদার হয়েছে শাওমি। দাম রাখতে হয়েছে কিছুটা উপরে। কারণ, এই ফোনের হার্ডঅয়্যার। শুরু করা যাক ডিসপ্লে দিয়ে।
এই প্রথম নিজেদের ফোনে আমোলেড ডিসপ্লে নিয়ে এল শাওমি। ৬.৩৯ ইঞ্চির এই ফোনে স্ক্রিন ও আকারের অনুপাত ৯১.৯ শতাংশ। এই ফোনে আছে ফুল এইচিডি ডিসপ্লে। এতে থাকছে কর্নিং গোরিলা গ্লাস-৫ এর সুরক্ষা। শুধু সামনের দিকেই নয়, পিছনের দিকেও এই সুরক্ষা ব্যবস্থা করা থাকছে। ফলে প্রতি দিনের ব্যবহারে ফোনে ছোটখাটো আঘাত লাগার আশঙ্কা কম থাকে।