আগের রাত থেকেই দোকানের সামনে হাজিরা। রাত যত বাড়ে, তত দীর্ঘ হয় লাইন। কেউ কেউ তো দিন কয়েক আগে থেকেই তাঁবু গেঁড়ে বসে। কারণ, সকাল হলেই নতুন আইফোনটি হস্তগত করতে হবে। না হলে যেন জীবন বৃথা! নিন্দুকে বলে, সেই উন্মাদনা এখন কিছুটা স্তিমিত। তবে অন্য একটি সংস্থার ফোন ঘিরে গত কয়েক বছরে এই উন্মাদনার ছায়া কিছুটা দেখা গিয়েছে। নিশ্চিত ভাবে ধারে-ভারে তা আইফোনের কাছাকাছি নয়। কিন্তু উন্মাদনা যে আছে, তা অস্বীকারও করা যায় না।
ব্র্যান্ডের নাম ওয়ান প্লাস। ফোনের গুণে জনমানসে যা এখন আলাদা করে জায়গা করে নিয়েছে। তবে একটি বিষয়ে আমজনতার থেকে একটু দূরেই থাকছিল এই ব্র্যান্ডের ফোন। তা হল দাম- যার জেরে এত দিন ঠিক মধ্যবিত্তের নাগালে আসত না। আইফোন যেমন আইফোন-এসির মাধ্যমে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে তাদের ফোন আনার চেষ্টা শুরু করেছে, এ বার সেই একই পথে পা বাড়াল ওয়ান প্লাসও। মধ্যবিত্তের সাধ ও সাধ্য মিলিয়ে দিতে সম্প্রতি একটি নতুন ফোন বাজারে এনেছে তার। নাম ওয়ান প্লাস নর্ড। তবে দামে কম হলেও গুণমানে কোনও খামতি নেই বলেই দাবি সংস্থার।