Donald Trump

শেষ হচ্ছে সময়সীমা, কোন দেশকে কত শুল্ক দিতে হবে চিঠি দিয়ে জানাবে আমেরিকা

নয়াদিল্লির সূত্র মনে করছে, ট্রাম্পের শুল্ক চাপার আগেই আমেরিকার সঙ্গে অন্তত প্রথম দফার বাণিজ্য চুক্তি সেরে ফেলা যাবে। তবে দুগ্ধজাত এবং কৃষি পণ্যে মতের ফারাক রয়ে গিয়েছে বলেই খবর।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ০৯:১৩
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

আগামী সপ্তাহে (৯ জুলাই) শেষ হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কে স্থগিতাদেশের মেয়াদ। এর মধ্যে দু’একটি বণিজ্য চুক্তির ঘোষণা হলেও, বাকি দেশগুলির ক্ষেত্রে আরও আলোচনার সম্ভাবনা খারিজ করে দিলেন তিনি। বরং দাবি করলেন, ১ অগস্ট থেকে আমেরিকায় ঢোকা পণ্যে বসছে আমদানি শুল্ক। কে কত দেবে, সে কথা জানিয়ে শুক্রবার থেকেই বিভিন্ন দেশে পাঠানো হবে চিঠি। প্রতিদিন ১০-১২টি দেশকে চিঠি দেবেন তাঁরা। বাণিজ্যসচিব স্কট বেসেন্টের বক্তব্য, এই দফায় প্রায় ১০০টি দেশে চাপতে পারে ১০% শুল্ক। ট্রাম্পের দাবি, সেই হার হতে পারে ৬০%-৭০% বা ১০%-২০%।

এই অবস্থায় নয়াদিল্লির সূত্র মনে করছে, ট্রাম্পের শুল্ক চাপার আগেই আমেরিকার সঙ্গে অন্তত প্রথম দফার বাণিজ্য চুক্তি সেরে ফেলা যাবে। তবে দুগ্ধজাত এবং কৃষি পণ্যে মতের ফারাক রয়ে গিয়েছে বলেই খবর। আমেরিকা চায় এই দুই ক্ষেত্রে ভারতের বাজার তাদের জন্য খুলে দেওয়া হোক। কিন্তু মোদী সরকার আপস করতে নারাজ। ওই সূত্রের খবর, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা সেরে গত রাতেই দেশে ফিরেছেন বাণিজ্য মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তাঁরা সপ্তাহ খানেক ধরে বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষি চালিয়েছেন। আগামী দিনেও কথাবার্তা চলবে জানানো হয়েছে। অন্য এক সূত্রের দাবি, আপাতত মুখোমুখি আলোচনা শেষ হওয়ার পরে মতভেদগুলির ক্ষেত্রে একটা মাঝামাঝি রফায় পৌঁছতে আমেরিকার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে রাজনৈতিক সক্রিয়তা জরুরি। সেটার জন্যেই অপেক্ষার প্রহর গোনা চলছে।

তবে একাংশ কিছুটা হতাশও। মনে করা হচ্ছে, প্রেসিডেন্টের নতুন ঘোষণায় আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি আদৌ ৯ জুলাইয়ের মধ্যে হতে পারবে কি না, ধন্দ থাকছে। এমনিতে দুই দেশই চাইছে তার আগে চুক্তির প্রাথমিক কথা জানাতে। কিন্তু এখনও গাড়ি, দুগ্ধজাত বা কৃষিপণ্যের মতো বেশ কিছু ক্ষেত্রে একমত হতে পারেনি নয়াদিল্লি ও ওয়াশিংটন।

গাড়িতে আমেরিকার ২৫% শুল্কের বিরুদ্ধে ইতিমধ্যেই বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের আওতায় পাল্টা শুল্ক বসানোর বার্তা দিয়েছে ভারত। তার উপরে শুক্রবারই বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল স্পষ্ট জানিয়েছেন, কোনও তারিখের দিকে তাকিয়ে বাণিজ্য চুক্তিনিয়ে কথা বলে না ভারত। দেখা হয় দেশের স্বার্থ। এর মধ্যে ট্রাম্পের ঘোষণা অবস্থা আরও জটিল করতে পারে, আশঙ্কা বিশেষজ্ঞদের একাংশের।

আরও পড়ুন