Commercial Gas Cylinder Price Hike

নতুন বছরে দাম বৃদ্ধি বাণিজ্যিক গ্যাসের! অপরিবর্তিত রইল রান্নার গ্যাসের মূল্য, কলকাতায় কত ছিল, কত হল?

ডিসেম্বরে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম কমে হয়েছিল ১৬৮৪ টাকা। তবে, নতুন বছর ১৯ কেজির সিলিন্ডারের দাম ১১১ টাকা করে বৃদ্ধি পেয়েছে। মূলত হোটেল, রেস্তরাঁয় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ০০:১৮
কত হল বাণিজ্যক গ্যাসের দাম?

কত হল বাণিজ্যক গ্যাসের দাম? —প্রতীকী চিত্র।

নতুন বছরে দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের। গত মাসের তুলনায় সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ১১১ টাকা বৃদ্ধি পেয়ে হল ১৭৯৫ টাকা। বৃহস্পতিবার থেকেই নতুন দাম কার্যকর হবে। তবে, ১৪.২ কেজি রান্নার গ্যাসের (এনএসডিসি) সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে।

Advertisement

ডিসেম্বরে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম কমে হয়েছিল ১৬৮৪ টাকা। তবে, নতুন বছর ১৯ কেজির সিলিন্ডারের দাম ১১১ টাকা করে বৃদ্ধি পেয়েছে। মূলত হোটেল, রেস্তরাঁয় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। এক ধাক্কায় বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির ফলে চিন্তিত ব্যবসায়ীরা।

তবে গৃহস্থের রান্নাঘরে যে সিলিন্ডার ব্যবহার হয় সেই ১৪.২ কেজির সিলিন্ডার দামে কোনও হেরফের হচ্ছে না বলেই জানিয়েছে খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলি।

নতুন বছরে কলকাতায় পেট্রল লিটারপ্রতি ১০৫.৪১ টাকা, ডিজ়েল ৯২.০২ টাকা এবং রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি (এনএসডিসি) ৮৭৯ টাকা।

Advertisement
আরও পড়ুন