Share Market

অস্থির বাজার, অগস্টের প্রথম আট দিনেই বাজার ছাড়ল ১৮ হাজার কোটির পুঁজি

জানুয়ারিতে ভারতের শেয়ার বাজার ছেড়েছিল ৭৮,০২৭ কোটি টাকার বিদেশি পুঁজি। ফেব্রুয়ারি ও মার্চে ছিল যথাক্রমে ৩৪,৫৭৪ কোটি এবং ৩৯৭৩ কোটি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ০৮:১২
খনও পর্যন্ত ২০২৫ সালে ভারত ছেড়েছে ১.১৩ লক্ষ কোটর বিদেশি লগ্নি।

খনও পর্যন্ত ২০২৫ সালে ভারত ছেড়েছে ১.১৩ লক্ষ কোটর বিদেশি লগ্নি। —প্রতীকী চিত্র।

ভারতের উপরে সম্প্রতি ২৫% আমদানি শুল্ক বসিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৭ অগস্ট থেকে বসার কথা আরও এক দফা ২৫% শুল্ক। একই সঙ্গে নয়াদিল্লির সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করবেন না বলেও জানিয়েছেন তিনি। এর জের দেশের অর্থনীতির উপরে কতটা পড়বে, তা নিয়েই চলছে হিসাব কষা। অস্থির শেয়ার বাজারও। মূলত এই কারণেই চলতি মাসে এখনও পর্যন্ত ভারতের শেয়ার থেকে প্রায় ১৮,০০০ কোটি টাকা (৮ অগস্ট পর্যন্ত ১৭,৯২৪ কোটি) তুলে নিয়েছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ওই সব সংস্থার শেয়ার বিক্রি আরও বেড়েছে কর্পোরেট সংস্থাগুলির আর্থিক ফল প্রত্যাশা না ছোঁয়া এবং ভারতীয় মুদ্রার দামে পতনের কারণে।

উল্লেখ্য, জানুয়ারিতে ভারতের শেয়ার বাজার ছেড়েছিল ৭৮,০২৭ কোটি টাকার বিদেশি পুঁজি। ফেব্রুয়ারি ও মার্চে ছিল যথাক্রমে ৩৪,৫৭৪ কোটি এবং ৩৯৭৩ কোটি। এপ্রিলে অবশ্য নিট হিসাবে ভারতের শেয়ারে ৪২২৩ কোটি টাকা ঢেলেছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। মে মাসে ১৯,৮৬০ কোটি। এর পরে জুনে তারা ১৪,৫৯০ কোটি টাকা ঢাললেও জুলাইয়ে তুলেছে ১৭,৭৪১ কোটি। সব মিলিয়ে এখনও পর্যন্ত ২০২৫ সালে ভারত ছেড়েছে ১.১৩ লক্ষ কোটর বিদেশি লগ্নি।

আরও পড়ুন