Cutton

ধাক্কা খেতে পারে পোশাক রফতানি, শুরু বিকল্প বাজারের খোঁজ

মন্ত্রীর বক্তব্য, সমস্ত বাধা অতিক্রম করে ২০৩০ সালের মধ্যে বস্ত্র রফতানিকে ১০,০০০ কোটি ডলারে নিয়ে যেতে হবে। তার জন্য দরকার পণ্যের মানের উন্নতি এবং এই ক্ষেত্রে কাঠামোগত সংস্কার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ০৯:৩৪
বিশ্বের ষষ্ঠ বৃহত্তম কাপড় ও পোশাক রফতানিকারী দেশ ভারত।

বিশ্বের ষষ্ঠ বৃহত্তম কাপড় ও পোশাক রফতানিকারী দেশ ভারত। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভারত এখন বিশ্বের ষষ্ঠ বৃহত্তম কাপড় ও পোশাক রফতানিকারী দেশ। যার বৃহত্তম বাজার আমেরিকা। সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো শুল্ক এই কর্মকাণ্ডে বড় ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল। এই পরিস্থিতিতে বুধবার শিল্প মহলের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংহ এবং মন্ত্রকের আধিকারিকেরা। মন্ত্রীর বক্তব্য, সমস্ত বাধা অতিক্রম করে ২০৩০ সালের মধ্যে বস্ত্র রফতানিকে ১০,০০০ কোটি ডলারে নিয়ে যেতে হবে। তার জন্য দরকার পণ্যের মানের উন্নতি এবং এই ক্ষেত্রে কাঠামোগত সংস্কার। এই সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশের জন্য শিল্পের প্রতিনিধিদের নিয়ে চারটি কমিটি গড়ে দিয়েছেন মন্ত্রী। তাঁর পরামর্শ, এখনও পর্যন্ত বস্ত্র রফতানিকারীরা যে সমস্ত দেশের বাজারে বিশেষ পা রাখেননি, সেই বাজার দখলে উদ্যোগী হতে হবে।

আরও পড়ুন