Gold and Silver Price

সোনা প্রায় এক লাখ ৪০ হাজার, রুপো পেরিয়ে গেল ২.১৫ লক্ষের গণ্ডি

অধিকাংশ সোনা ব্যবসায়ীর মতে, ‘‘যাঁদের টাকা আছে ও যাঁরা সোনায় লগ্নি করতে চান, তাঁরা উৎসাহ বোধ করছেন। এই অংশটা আগের থেকে বেড়েছে। তবে গয়নার ছোট-মাঝারি ক্রেতারা প্রায় উধাও।’’

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ০৭:২৬

—প্রতীকী চিত্র।

পাল্লা দিয়ে ছুটছে সোনা ও রুপো। সোমবার দু’টিরই দাম পৌঁছল নতুন উচ্চতায়। কলকাতায় ১০ গ্রাম খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট) নজির গড়ে এই প্রথম দাঁড়াল ১,৩৪,৬৫০ টাকায়। জিএসটি যোগ করে ১,৩৮,৬৮৯.৫০। অন্য দিকে, দু’লক্ষ টাকা পেরিয়েও দৌড় থামছে না রুপোর। এক কেজি খুচরো রুপো প্রথম ২,০৮,৮০০ টাকায়উঠেছে। কর ধরে ২,১৫,০৬৪ টাকা।

অধিকাংশ সোনা ব্যবসায়ীর মতে, ‘‘যাঁদের টাকা আছে ও যাঁরা সোনায় লগ্নি করতে চান, তাঁরা উৎসাহ বোধ করছেন। এই অংশটা আগের থেকে বেড়েছে। তবে গয়নার ছোট-মাঝারি ক্রেতারা প্রায় উধাও।’’ অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের ডিরেক্টর সমর দে এবং স্বর্ণ ব্যবসায়ী বিনয় সিংহের দাবি, ‘‘আরও বাড়তে পারে মনে করে একাংশ লগ্নির জন্য গয়না কিনছেন। আশা, এই ভিড়আগামী দিনে থাকবে।’’ রাখাল চন্দ্র দে জুয়েলার্সের ডিরেক্টর নবীন চন্দ্রের মতে, ‘‘সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারা এখন দর্শক।’’ বঙ্গীয় স্বর্ণশিল্পি সমিতির সাধারণ সম্পাদক টগর পোদ্দারের দাবি, বহু কারিগরের কাজ নেই।

আরও পড়ুন