GDP Growth

বাড়ল জিডিপি-র পূর্বাভাস, একধাক্কায় ৭০ বেসিস পয়েন্ট বাড়াল আইএমএফ

সোমবার চিনের সরকার জানিয়েছে, ২০২৫ সালে ৫% হারে বেড়েছে তাদের অর্থনীতি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০৯:১৫
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

যে দিন চিনের অর্থনীতি প্রথম ২০ লক্ষ কোটি ডলারের গণ্ডি পার করার খবর এল, সে দিনই প্রত্যাশার থেকে ভাল ফল করার যুক্তিতে চলতি অর্থবর্ষে ভারতের বৃদ্ধির পূর্বাভাস এক ধাক্কায় ৭০ বেসিস পয়েন্ট বাড়াল আইএমএফ। যার হাত ধরে আগামী দিনেও ভারত দ্রুততম অর্থনীতির দেশের তকমা ধরে রাখতে পারবে বলে মনে করা হচ্ছে। সোমবার চিনের সরকার জানিয়েছে, ২০২৫ সালে ৫% হারে বেড়েছে তাদের অর্থনীতি। আর আইএমএফের বক্তব্য, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারত বাড়বে ৭.৩% হারে। উল্লেখ্য, কেন্দ্রের প্রাথমিক পূর্বাভাস বলছে, তা হবে ৭.৪%। রিজ়ার্ভ ব্যাঙ্কের মতে ৭.৩%।

আজ ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে একই পূর্বাভাস করেছে মুডি’জ়-ও। পাশাপাশি মূল্যায়ন সংস্থাটির দাবি, এই বছরে দেশের পারিবারিক গড় আয়ও বাড়বে। তার হাত ধরে বাড়তে দেখা যাবে বিমার চাহিদাও। মূলত অর্থনীতির প্রসার, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়া, বিমায় জিএসটি-র হার কমা এবং এই শিল্পে সংস্কারই মানুষকে এতে উৎসাহ দেবে বলে মনে করছে তারা।

আরও পড়ুন