PAN 2.0

কবে মিলবে কিউআর কোড যুক্ত নতুন প্যান কার্ড? প্যান ২.০ নিয়ে বড় ঘোষণা করল আয়কর বিভাগ

করদাতাদের মধ্যে কিউআর কোড যুক্ত নতুন প্যান কার্ড বিলি করবে আয়কর দফতর। সেই কাজের বরাত ‘মেসার্স এলটিআইমাইন্ডট্রি লিমিটেড’-কে দিয়েছে কেন্দ্র। আগামী ১৮ মাসের মধ্যে কাজ শুরু হবে বলে অনুমান করা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৭:০১
Representative Picture

—প্রতীকী ছবি।

কবে থেকে বিলি হবে নতুন প্যান কার্ড? এই নিয়ে জল্পনার মধ্যেই এ বার বড় ঘোষণা করল কেন্দ্র। আয়কর দফতর জানিয়েছে, আগামী ১৮ মাসের মধ্যে প্যান ২.০ প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এর বরাতপ্রাপ্ত সংস্থাটি হল ‘মেসার্স এলটিআইমাইন্ডট্রি লিমিটেড’। কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয়ক কমিটি বা সিসিইএ-র (ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স) অনুমোদন মেলার পর সংশ্লিষ্ট প্রকল্পটির ব্যাপারে উদ্যোগী হয়েছে আয়কর দফতর।

Advertisement

প্যান অর্থাৎ ‘পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর’। করদাতাদের কাছে এই নথি থাকা আবশ্যক। এটি ছাড়া জমা করা যায় না আয়কর রিটার্নও। এ-হেন গুরুত্বপূর্ণ নম্বর বিশিষ্ট কার্ডকে নিয়ে নতুন প্রকল্প শুরু করার নেপথ্যে কেন্দ্রের একাধিক যুক্তি রয়েছে। প্যান ২.০-র মূল উদ্দেশ্য হল, ‘কর কর্তন ও সংগ্রহ অ্যাকাউন্ট নম্বর’ বা ট্যানকে (ট্যাক্স ডিডাকশান অ্যান্ড কালেকশান অ্যাকাউন্ট নম্বর) সঙ্গে নিয়ে একটি আধুনিক, সহজে ব্যবহার করা যায় এমন দক্ষ ব্যবস্থা গড়ে তোলা।

সংশ্লিষ্ট প্রকল্পের কাজ শেষ হলে প্যান বা ট্যানের বরাদ্দ, আপডেট, সংশোধন, আধার-প্যান সংযুক্তিকরণ, প্যানের পুনর্নবীকরণ এবং অনলাইনে প্যান যাচাইয়ের কাজ একটি প্ল্যাটফর্ম থেকে করতে পারবেন যে কোনও করদাতা। পরিষেবার মান উন্নত করার জন্য সংশ্লিষ্ট ব্যবস্থাটিকে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছে আয়কর দফতর।

বর্তমানে প্যান ও ট্যান সম্পর্কিত পরিষেবার ক্ষেত্রে করদাতাদের একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার করতে হচ্ছে। তাঁদের একাংশের অভিযোগ, এর জন্য অনেকটা সময় ব্যয় করতে হচ্ছে। দ্বিতীয়ত, একাধিক প্ল্যাটফর্ম থাকার জেরে অনেকে বিভ্রান্তও হচ্ছেন। সেই কারণেই প্যান ২.০-র মাধ্যামে সমস্ত পরিষেবাকে একক এবং ডিজিটাল ইন্টারফেসে একীভূত করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র।

গত বছরের নভেম্বরে প্যান কার্ডে বদল আনার কথা ঘোষণা করে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, আগামী দিনে প্যান কার্ডে থাকবে ‘কুইক রেসপন্স’ বা কিউআর কোড। এরই পোশাকি নাম প্যান ২.০। সংশ্লিষ্ট প্রকল্পটির জন্য ১৪৩৪ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। নিখরচায় আমজনতার মধ্যে নতুন প্যান কার্ড বিলি করা হবে। বদল হবে না কার্ডের নম্বর। আগামী বছর থেকে এই কাজ শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন