—প্রতীকী চিত্র।
রফতানি বাণিজ্যে আমেরিকার চড়া শুল্কের ধাক্কা বিকল্প বাজার খোঁজায় জোর দিতে বাধ্য করেছে ভারতকে। ভ্লাদিমির পুতিন এ দেশ ঘুরে যাওয়ার পরে তাতে যোগ হল রাশিয়াও।
প্রেসিডেন্ট পুতিনের সফর চলাকালীনই ভারতের সঙ্গে বাণিজ্য ২০৩০-এর মধ্যে ১০,০০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য বাঁধা হয়েছিল। সরকারি সূত্রের দাবি, লক্ষ্য পূরণে সহায়ক হতে পারে বেশ কিছু ভারতীয় পণ্যের ক্ষেত্রে রাশিয়ার বিরাট বাজার। উল্লেখ্য, এই রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবেই আমেরিকা ২৫% পাল্টা শুল্কের উপরে আরও ২৫% বাড়তি শুল্ক বসিয়ে মোট ৫০ শতাংশের বোঝা চাপিয়েছে ভারতের ঘাড়ে।
ওই সূত্রের দাবি, এঞ্জিনিয়ারিং পণ্য, ওষুধ, কৃষিপণ্য, রাসায়নিক সমেত এ দেশের প্রায় ৩০০টি জিনিসের সে দেশে চোখে পড়ার মতো বিক্রির সম্ভাবনা। এর হাত ধরে রাশিয়ায় ভারতের রফতানির অঙ্ক বিপুল বাড়তে পারে। বর্তমানে যা মাত্র ১৭০ কোটি ডলার। সংশ্লিষ্ট মহলের দাবি, সে দেশের মোট ৩৭৪০ কোটি ডলার আমদানির নিরিখে ভারতের ভাগ বেশ কম। রফতানি বাড়লে দু’দেশের বাণিজ্য ঘাটতিও কমবে।