—প্রতীকী চিত্র।
পাল্টা শুল্ক ২৫%। রাশিয়ার তেল কেনার শাস্তি আরও ২৫%। সব মিলিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে মোট ৫০% শুল্ক চাপাতেই মাথায় হাত পড়েছিল এ দেশের বস্ত্র শিল্পের। কারণ, আমেরিকা ছিল তাদের সব থেকে বড় রফতানির বাজার। চড়া শুল্কে মার খেয়ে ঘুরে দাঁড়ানোর জন্য বস্ত্র শিল্পএখন তাকিয়ে আসন্ন কেন্দ্রীয় বাজেটের দিকে। ক্ষত সারানোর দাওয়াই হিসেবে বুধবার অর্থ মন্ত্রকের কাছে একগুচ্ছ প্রস্তাব জমা দিয়েছে তাদের সংগঠন ‘অ্যাপারেল এক্সপোর্টার্স প্রোমোশন কাউন্সিল (এইপিসি)।
শিল্প মহলের বক্তব্য, আমেরিকার শুল্কের ধাক্কা কাটিয়ে উঠতে সরকারি সাহায্য ছাড়া গতি নেই। সেই লক্ষ্যেই পেশ করা হয়েছেবাজেট-পূর্ব সুপারিশের তালিকা। তার মধ্যে অন্যতম—