—প্রতিনিধিত্বমূলক ছবি।
বিশ্ব জুড়ে চিন্তা বাড়াচ্ছে ধনী-দরিদ্রের বাড়তে থাকা বৈষম্য। এতে সামাজিক অস্থিরতা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করে বিশেষজ্ঞেরা দেশগুলিকে বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করতে বলছেন। এ বার ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের সমীক্ষায় উঠে এল, এই অসাম্যই তরুণ প্রজন্মের সবচেয়ে বড় চিন্তার কারণ। অংশগ্রহণকারী ৪৮.২% তরুণ-তরুণী জানিয়েছেন, আগামী দিনে অর্থনীতির দিশা স্থির করবে এই আর্থিক বৈষম্য। ৫৭ শতাংশের বেশি বলেন, আর্থিক চিন্তাই সব থেকে বড় উদ্বেগের কারণ। এই আবহে সক্রিয় রাজনীতির মাধ্যমে অবস্থা পরিবর্তনের পথে হাঁটতে চান ৩৬%। যে কারণে ভোটে দাঁড়ানোর কথাও ভাবছেন তাঁরা।
১৪৪টি দেশে ১৮-৩০ বছর বয়সি প্রায় ৪৬০০ জনের মধ্যে ‘ইয়ুথ পাল্স ২০২৬’ সমীক্ষা চালিয়েছিল ওই ফোরাম। লক্ষ্য, আর্থিক, রাজনৈতিক, প্রযুক্তি ও পরিবেশগত দ্রুত বদলকে তরুণ প্রজন্ম কী ভাবে দেখছে, তার আভাস পাওয়া। সমীক্ষা বলেছে, ধনী-দরিদ্রের ফারাক ভাবাচ্ছে এই প্রজন্মকে।৫৭.২% চান কর্মসংস্থান, ৪৬.১% সকলের জন্য উন্নত শিক্ষা, নিজের বাড়ি। ৩২.২% চান আর্থিক স্বাধীনতা।
জলবায়ু বদল আশঙ্কার জায়গা হিসেবে উঠে এসেছে ৫৬ শতাংশেরও বেশি বক্তব্যে। ব্যক্তিগত জীবনে এ নিয়ে উদ্বিগ্ন ৪১%। মূল্যবৃদ্ধি ও অস্থিরতা নিয়ে চিন্তায় ৫১%। প্রায় ৬৬% যেখানে কৃত্রিম মেধা কাজের সুযোগ কমাবে বলে মনে করেন, সেখানে ৬০% দক্ষতা বৃদ্ধিতে তাকে ব্যবহারের বার্তা দেন।