Share Market

১০৩টি নতুন সংস্থা বাজার থেকে তুলেছে ১.৭৬ লক্ষ কোটি! ২০২৫ সালে নজির গড়ল আইপিও

এই ধারা পরের বছরেও বজায় থাকার সম্ভাবনা। কারণ, মধ্যেই ৭৬টি সংস্থা আইপিও আনতে সেবি-র সায় পেয়েছে। আরও ১০০টি তার অপেক্ষায় রয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৯:২৩
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভারতের বাজার থেকে যখন বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি বিপুল পুঁজি তুলে নিচ্ছে, তখনই প্রথমবার শেয়ার ছাড়ার (আইপিও) নিরিখে সমস্ত নজিরকে ছাপিয়ে গেল ২০২৫ সাল। এখনও পর্যন্ত চলতি বছরে নতুন ইসু ছেড়েছে ১০৩টি সংস্থা। তারা তুলেছে মোট ১.৭৬ লক্ষ কোটি টাকা। এর আগে কোনও এক বছরে এত টাকা শেয়ার ছেড়ে ওঠেনি। এ বছর গড়ে ওই সব সংস্থা তুলেছে ১৭০০ কোটি টাকা। তাদের মধ্যে ৭০টির বাজারে নথিভুক্তির দিনে শেয়ার দর বেড়েছে, আর কমেছে ৩২টির।

মূলত দেশের বাজারে নগদের ধারাবাহিক জোগান, লগ্নিকারীদের আস্থা, দেশের আর্থিক বৃদ্ধির হার ভাল হওয়া, মূল্যবৃদ্ধির মাথা নামানোর মতো অর্থনীতির নানা পরিসংখ্যানে উন্নতি সংস্থাগুলিকে আইপিও ছাড়তে উৎসাহ জুগিয়েছে বলে বাজার মহলের খবর। তারা বলছে, এই ধারা পরের বছরেও বজায় থাকার সম্ভাবনা। কারণ, মধ্যেই ৭৬টি সংস্থা আইপিও আনতে সেবি-র সায় পেয়েছে। আরও ১০০টি তার অপেক্ষায় রয়েছে।

চলতি বছরে উল্লেখযোগ্য ঘটনা হল নতুন ইসুর বাজারে স্টার্ট-আপ সংস্থাগুলির ফিরে আসা। এই সময়ে ১৮টি নতুন উদ্যোগ আইপিও ছেড়েছে। তুলেছে মোট ৪১,০০০ কোটি টাকা। গত বছর সেই অঙ্ক ছিল ২৯,০০০ কোটি। বাজার বিশেষজ্ঞদের বক্তব্য, এই তালিকা উৎসাহজনক। কারণ, প্রথমত এই দফায় বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কাজ করা সংস্থা এক্সচেঞ্জে পা রাখছে। দ্বিতীয়ত, শুধু বড় সংস্থাই নয়। মাঝারি ও ছোট সংস্থাগুলিও আইপিও-তে উৎসাহ দেখিয়েছে। অর্থাৎ, বাজারের পরিধি ক্রমশই বাড়ছে। উল্লেখ্য, ২০২৪ সালে প্রথম শেয়ার ছেড়ে ৯১টি সংস্থা তুলেছিল প্রায় ১.৬১ লক্ষ কোটি।

আরও পড়ুন