Passengers Safety

যাত্রী-সুরক্ষার চেয়ে প্রচারে খরচ বেশি, উড়ান সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ সমীক্ষায়

দেশের ৩২২টি জেলার ৪৪ হাজার যাত্রীর মধ্যে সমীক্ষাটি চালায় লোকাল সার্কলস। তাতে অংশ নেওয়া প্রায় ৭৬ শতাংশেরই দাবি, অনেক উড়ান সংস্থা যাত্রী সুরক্ষার বিষয়টিকে কম গুরুত্ব দেয়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ০৬:২৫
বেশির ভাগ ভারতীয় উড়ান সংস্থা যাত্রী সুরক্ষার বদলে প্রচারেই বেশি খরচ করে।

বেশির ভাগ ভারতীয় উড়ান সংস্থা যাত্রী সুরক্ষার বদলে প্রচারেই বেশি খরচ করে। —প্রতীকী চিত্র।

এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার ক্ষত এখনও দগদগে। যা প্রাণ কেড়েছিল ২৬০ জনের। এমনকি তার পরেও এয়ার ইন্ডিয়া-সহ বিভিন্ন সংস্থার বেশ কিছু উড়ানে কান ঘেঁষে বিপদ কেটেছে। এই আবহে যাত্রীদের অভিজ্ঞতা নিয়ে এক অনলাইন সমীক্ষায় দাবি— বেশির ভাগ ভারতীয় উড়ান সংস্থা যাত্রী সুরক্ষার বদলে প্রচারেই বেশি খরচ করে।

দেশের ৩২২টি জেলার ৪৪ হাজার যাত্রীর মধ্যে সমীক্ষাটি চালায় লোকাল সার্কলস। তাতে অংশ নেওয়া প্রায় ৭৬ শতাংশেরই দাবি, অনেক উড়ান সংস্থা যাত্রী সুরক্ষার বিষয়টিকে কম গুরুত্ব দেয়। পরিবর্তে প্রচারে খরচ করে বিপুল। অংশগ্রহণকারীদের ৬৪% জানান, গত তিন বছরে যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত কোনও না কোনও পর্বে তাঁরা অন্তত একবার সুরক্ষার অভাব বোধ করেছেন।

সমীক্ষা জানাচ্ছে, উড়ান যাত্রীদের প্রশ্ন করা হয়েছিল, ‘‘আপনার কি মনে করেন সংস্থাগুলি সুরক্ষার তুলনায় বেশি খরচ করে প্রচারে? উত্তর দেওয়া ২৬,৬৯৬ জনের মধ্যে ৪৩% বলেছেন, ‘‘হ্যাঁ, সকলে।’’ ৩৩% বলেন, ‘‘হ্যাঁ, একাংশ।’’ ১১% বিষয়টি অস্বীকার করেছেন। ১৩% স্পষ্ট উত্তর দেননি।

আরও পড়ুন