Tax Collection

প্রায় দেড় শতাংশ নামল সূচক! নিট প্রত্যক্ষ কর বাবদ কোষাগারে জমা পড়ল কম টাকা, আয় কমছে মধ্যবিত্তের?

চলতি আর্থিক বছরের (পড়ুন ২০২৫-’২৬) ১ এপ্রিল থেকে ১৯ জুনের মধ্যে কমে গিয়েছে নিট প্রত্যক্ষ কর আদায়ের পরিমাণ। মুনাফা কমছে দেশের যাবতীয় শিল্প সংস্থার? চাকরিজীবীদের আয়ে পড়ছে কোপ? উঠছে প্রশ্ন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৭:০৯
Representative Picture

প্রতীকী ছবি।

ফের কমল নিট প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ। সেই তথ্য প্রকাশ্যে এনেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সরকারি পরিসংখ্যান অনুযায়ী চলতি আর্থিক বছরে (পড়ুন ২০২৫-’২৬) ১ এপ্রিল থেকে ১৯ জুনের মধ্যে নিট প্রত্যক্ষ কর বাবদ কোষাগারে এসেছে ৪.৫৯ লক্ষ কোটি টাকা। গত অর্থবর্ষের এই সময়ের তুলনায় (পড়ুন ২০২৪-’২৫) এই অঙ্ক হ্রাস পেয়েছে ১.৩৯ শতাংশ। ২০২৪ সালের ১ এপ্রিল থেকে ১৯ জুনের মধ্যে নিট প্রত্যক্ষ কর বাবদ ৪.৬৫ লক্ষ কোটি টাকা পেয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।

Advertisement

আর্থিক বিশ্লেষকদের দাবি, নিট প্রত্যক্ষ কর আদায়ের উপর দেশের শিল্প সংস্থাগুলির মুনাফার প্রতিফলন দেখতে পাওয়া যায়। পাশাপাশি, সাধারণ চাকরিজীবীদের আয়ের মাত্রা কতটা হ্রাস বা বৃদ্ধি পেয়েছে, সেটাও এর থেকে বোঝার সুযোগ রয়েছে। আর সেই কারণেই এই কর সংগ্রহের সূচক নিম্নমুখী হওয়ায় উদ্বেগ বেড়েছে। যদিও বিষয়টি নিয়ে আলাদা করে কোনও প্রতিক্রিয়া দেয়নি কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

তবে এ বছর এখনও পর্যন্ত আগাম কর সংগ্রহের পরিমাণ যৎসামান্য বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব নিট প্রত্যক্ষ করের উপরে পড়েছে বলে মনে করা হচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবর্ষের ১৯ জুন পর্যন্ত আগাম কর সংগ্রহের অঙ্ক ৩.৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১.৫৬ লক্ষ কোটি টাকা।

গত আর্থিক বছরের (পড়ুন ২০২৪-’২৫) একই সময়সীমার মধ্যে নিট প্রত্যক্ষ কর আদায়ের সূচক বৃদ্ধি পেয়েছিল ২৭ শতাংশ। চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত মোট প্রত্যক্ষ কর বাবদ আদায় হয়েছে ৫.৪৫ লক্ষ কোটি টাকা। এই ক্ষেত্রে সূচক বৃদ্ধি পেয়েছে ৪.৮৬ শতাংশ। অন্য দিকে কর ফেরতের অঙ্ক ৮৬ হাজার ৩৮৫ কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। গত বছরের তুলনায় এতে ৫৮ শতাংশের বৃদ্ধি লক্ষ করা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন