— প্রতীকী চিত্র।
অব্যাহত সোনা-রুপোর দামের দৌড়। নতুন বছরের প্রথম দু’সপ্তাহের মধ্যেই খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট ১০ গ্রাম) বাড়ল ৭২৫০ টাকা। এক কেজি খুচরো রুপো চড়েছে ২৮,৮০০ টাকা। মঙ্গলবার কলকাতায় খুচরো পাকা সোনা নজির গড়ে হয়েছে ১,৪১,৬০০ টাকা। জিএসটি নিয়ে ১,৪৫,৮৪৮। গয়নার হলমার্ক সোনাও এই প্রথম ছুঁয়েছে ১,৩৪,৬০০ টাকা। কর ধরে ১,৩৮,৬৩৮ টাকা। খুচরো রুপো রেকর্ড গড়ে হয়েছে ২,৬৩,৯৫০ টাকা। কর নিয়ে ২,৭১,৮৬৮.৫ টাকা।
স্বর্ণশিল্পের মতে, ভূ-রাজনৈতিক সমস্যা, আমেরিকার শুল্ক বহু দিনই লগ্নি হিসেবে দামি ধাতুর কদর বাড়াচ্ছে। তাতে যোগ হয়েছে ইরানের সঙ্গে বাণিজ্য চালালেই আমেরিকার ২৫% শুল্ক বসানোর হুমকি। দাম বৃদ্ধিতে ইন্ধন জুগিয়েছে ডলারের নিরিখে দুর্বল টাকাও। অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের ডিরেক্টর সমর দের মতে, ‘‘বাজেটে সোনা কেনার জন্য মাসিক কিস্তির ব্যবস্থা চালুর দাবি জানাচ্ছি। স্বর্ণ শিল্পের সঙ্গে বহু মানুষের রুজি-রুটি জড়িয়ে। তাঁদের ও গ্রাহকদের জন্য এই সিদ্ধান্ত জরুরি।’’