RBI Repo Rate

ফেব্রুয়ারি ও এপ্রিলের পর জুন, ফের সুদের হারে মেগা ছাড়, নতুন রেপো রেট ঘোষণা করল রিজ়ার্ভ ব্যাঙ্ক

ফের রেপো রেট হ্রাস করল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। চলতি বছরে এই নিয়ে তৃতীয় বার সুদ কমাল কেন্দ্রীয় ব্যাঙ্ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ১০:২২
Representative Picture

প্রতীকী ছবি।

ফের সুদ কমাল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। শুক্রবার, ৬ জুন নতুন রেপো রেট ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এ দিন তাতে ৫০ বেসিস পয়েন্ট কমানোর কথা বলেছেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মলহোত্র। ফলে ৬ শতাংশ থেকে ওই সূচক নেমে এসেছে ৫.৫০ শতাংশে। এই নিয়ে চলতি বছরে তৃতীয় বারের জন্য হ্রাস পেল রেপো রেট। এর আগে গত ফেব্রুয়ারি এবং এপ্রিলে ২৫ করে মোট ৫০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক।

Advertisement

বুধবার, ৪ জুন তিন দিনের বৈঠকে বসে আরবিআইয়ের মুদ্রানীতি কমিটি। সেখানেই রেপো রেট কমানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তা ঘোষণা করেন গভর্নর মলহোত্র। রিজ়ার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোয় রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কের ঋণ গ্রহণকারীদের মিলবে স্বস্তি। কারণ, মাসিক কিস্তির টাকা কমবে তাঁদের।

যে সুদের হারে সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ককে আরবিআই ঋণ দিয়ে থাকে তাকেই বলে রেপো রেট। এটি কমলে এর সঙ্গে যুক্ত সমস্ত বহিরাগত বেঞ্চমার্ক ঋণে সুদের হার কমে যায়। ফলে যে গ্রাহকেরা ভাসমান সুদে গৃহঋণ বা গাড়ির ঋণ নিয়েছেন, তাঁদের সুদ বাবদ গুণতে হবে কম টাকা। এক কথায় গাড়ি ও বাড়ির ঋণে হ্রাস পাবে সুদের হার।

উল্লেখ্য, ২০২০ সালের মে মাসের পর আর সুদ কমায়নি কেন্দ্রীয় ব্যাঙ্ক। পাঁচ বছর পর গত ফেব্রুয়ারিতে প্রথমবার রেপো রেট হ্রাস করে আরবিআই। ওই সময়ে ৬.৫০ শতাংশ থেকে ৬.২৫ শতাংশে সুদের হারকে নামিয়ে এনেছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। এপ্রিলে সেটা আরও কমে ছ’শতাংশে চলে আসে। এ বার সুদের হারে বড় ছাড় মেলায় ঋণ গ্রহণকারীদের মুখে যে হাসি ফুটল, তা বলাই বাহুল্য।

Advertisement
আরও পড়ুন