Small Savings Interest Rate

সুদের হার জানিয়ে দিল কেন্দ্র, সুখবর স্বল্প সঞ্চয়ে লগ্নিকারীদের জন্য! পিপিএফ, সুকন্যা, এনএসসিতে মিলবে কত টাকা?

চলিত আর্থিক বছরের (পড়ুন ২০২৫-’২৬) দ্বিতীয় ত্রৈমাসিক, অর্থাৎ ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্বল্প সঞ্চয়ে সুদের হারে হবে না কোনও বদল। ফলে পিপিএফ থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনায় বছরে কত হারে সুদ পাবেন গ্রাহক? আনন্দবাজার ডট কমের এই প্রতিবেদনে রইল তার হদিস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১১:৪৩
Representative Picture

প্রতীকী ছবি।

ডাকঘর ও ব্যাঙ্কের স্বল্প সঞ্চয়ের লগ্নিকারীদের স্বস্তি! সংশ্লিষ্ট প্রকল্পগুলিতে সুদের হারে হচ্ছে না কোনও বদল। সোমবার, ৩০ জুন বিজ্ঞপ্তি দিয়ে সে কথা ঘোষণা করে কেন্দ্র। চলতি বছরে এখনও পর্যন্ত তিন বার রেপো রেট কমিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। ফলে এর সঙ্গে সামঞ্জস্য রেখে স্থায়ী আমানতে সুদের হার হ্রাস করে সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক। তখনই স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতেও সুদ কমবে বলে মনে করা হয়েছিল। কিন্তু বাস্তবে কেন্দ্র সেই রাস্তায় না হাঁটায় স্বস্তি পেয়েছেন আমজনতার একটি বড় অংশ।

Advertisement

সোমবার, ৩০ জুনের বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রক জানিয়েছে, চলতি আর্থিক বছরের (পড়ুন ২০২৫-’২৬) দ্বিতীয় ত্রৈমাসিক, অর্থাৎ ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হারে হবে না বদল। এই নিয়ে টানা ছ’টি ত্রৈমাসিকে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র। প্রতি তিন মাস অন্তর সংশ্লিষ্ট প্রকল্পগুলির সুদের হার ঘোষণা করে থাকে সরকার। এতে সুদের অর্থের উপর নির্ভরশীল অবসরপ্রাপ্তদের যে সবচেয়ে বেশি সুবিধা হবে, তা বলাই বাহুল্য।

স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের (পিপিএফ) জনপ্রিয়তা খুবই বেশি। ডাকঘর এবং ব্যাঙ্ক— দু’জায়গাতেই এই অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে। এতে বছরে ৭.১ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহক। এ ছাড়া ডাকঘরের তিন বছরের মেয়াদি আমানতে সুদের হার ৭.১ শতাংশ থাকছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং সিনিয়র সিটিজ়েন সেভিংস স্কিমে সুদের হার ৮.২ শতাংশ ধার্য হয়েছে। এ ছাড়া জাতীয় সঞ্চয়পত্রে ৭.৭ শতাংশ এবং কিসান ক্রেডিট কার্ডে ৭.৫ শতাংশ সুদ পাবেন গ্রাহক।

পাশাপাশি, ডাকঘরের সেভিংস অ্যাকাউন্ট এবং মাসিক সঞ্চয় প্রকল্পেও সুদের হার অপরিবর্তিত থাকছে। এই দু’টিতে লগ্নি করলে বছরে যথাক্রমে ৪ শতাংশ এবং ৭.৪ শতাংশ সুদ পাবেন বিনিয়োগকারী। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসিতে বছরে সুদ মিলবে ৭.৭ শতাংশ। সংশ্লিষ্ট প্রকল্পগুলিতে লগ্নি শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের মতো বাজারগত ঝুঁকিসাপেক্ষ না হওয়ায় সেগুলির জনপ্রিয়তা কমেনি।

Advertisement
আরও পড়ুন