—প্রতীকী চিত্র।
দীর্ঘ দিন ধরেই অবাঞ্ছিত ফোন কলে মানুষের জেরবার হওয়ার অভিযোগ রয়েছে। এ ধরনের নম্বর প্রতারণাতেও ব্যবহার হয় বলে উঠে এসেছে। এইঅবস্থায় এ বার ভুয়ো, জালিয়াতির সঙ্গে যুক্ত, বিজ্ঞাপন সংক্রান্ত অবাঞ্ছিত কল রুখতে ঠিকমতো পদক্ষেপ না করায় টেলি সংস্থাগুলিকে ১৫০ কোটি টাকার বেশি জরিমানা করল ট্রাই। ২০২০ থেকে তিন বছরের জন্য এই জরিমানা করা হয়েছে বলে সূত্রের দাবি।
ইতিমধ্যেই গত বছর ভুয়ো কলের অভিযোগ পেয়ে ২১ লক্ষ নম্বর বন্ধ করেছে ট্রাই। ১ লক্ষ ব্যক্তি ও সংস্থাকে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করা হয়েছে। নেওয়া হয়েছে ১৬০০ সিরিজ়ের নম্বর চালু, অভিযোগের তিন দিনের মধ্যে পদক্ষেপের সিদ্ধান্ত।ট্রাই আগেই জানিয়েছে, এ ধরনের কল যে সমস্ত নম্বর থেকে আসে, সেগুলির পরিষেবা বন্ধ করতে হবে সংস্থাগুলিকে। নম্বরগুলিকে দু’বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হবে। কোনও নম্বর থেকে এই কল করা হলে, তারা দু’বছর সব সংস্থারই সব পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হবে। ট্রাইয়ের মতে, এতে উপকৃত হবেন গ্রাহক। কমবে ভুয়ো ও অবাঞ্ছিত কল।