UPI New Rule

যখন-তখন দেওয়া যাবে না ইএমআই বা সাবস্ক্রিপশনের টাকা, ইউপিআই অটো-পেমেন্টের নিয়মে এল বড় বদল

চলতি বছরের ১ অগস্ট থেকে ইউপিআইয়ের অটো-পেমেন্ট-সহ একগুচ্ছ নিয়ম বদলানোর কথা ঘোষণা করেছে নিয়ন্ত্রণকারী সংস্থা এনপিসিআই। যদিও লেনদেনের ঊর্ধ্বসীমা অপরিবর্তিত রেখেছে সরকার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৭:০৫
Representative Picture

—প্রতীকী ছবি।

‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ বা ইউপিআইয়ের নিয়মে আসছে বড় বদল। ইতিমধ্যেই সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’ বা এনপিসিআই। এর জেরে লেনদেনের সময়ে বিভ্রাট অনেকাংশে দূর হবে বলে আশ্বাস দিয়েছে ইউপিআইয়ের নিয়ন্ত্রণকারী কেন্দ্রীয় সংস্থা। চলতি বছরে ১ অগস্ট থেকে কার্যকর হবে নতুন নিয়ম।

Advertisement

এনপিসিআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী মাস থেকে ইউপিআই ব্যবহারকারীরা দিনে সর্বাধিক ৫০ বার অ্যাকাউন্ট ব্যালেন্স পরীক্ষা করতে পারবেন। পাশাপাশি ফোন নম্বরের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর দিনে সর্বাধিক নজর রাখা যাবে ২৫ বার। সিস্টেমে অপ্রয়োজনীয় ট্র্যাফিক কমাতে এই ঊর্ধ্বসীমার নিয়ম চালু করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। তাদের যুক্তি, অতিরিক্ত ব্যবহারের ফলে অনেক সময়ে ধীর গতিতে কাজ করে সিস্টেম, যার জেরে লেনদেনের সময়ে দেখা দেয় বিভ্রাট।

দ্বিতীয়ত, ইউপিআইয়ে অটো-পেমেন্ট লেনদেনের ক্ষেত্রে সুনির্দিষ্ট ‘টাইম স্লট’ চালু করছে এনপিসিআই। ফলে ১ অগস্ট থেকে এই ডিজিটাল মাধ্যমে দিনের মধ্যে যখন-তখন অটো-পেমেন্ট, সাবস্ক্রিপশন, ইউটিলিটি বিল এবং ইকুইডেটেড মান্থলি ইনস্টলমেন্ট বা ইএমআইয়ের টাকা জমা করা যাবে না। নির্ধারিত সময়ের স্লট মেনে সংশ্লিষ্ট অর্থ পাঠাতে পারবেন ব্যবহারকারী।

ইউপিআইয়ের এই নতুন নিয়ম সমস্ত প্ল্যাটফর্মের গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যে ব্যবহারকারীরা দিনের মধ্যে একাধিক বার ব্যালেন্স চেক করেন না বা অটো-পেমেন্টের সুবিধা নেন না, তাঁরা এর প্রভাব সে ভাবে বুঝতে পারবেন না। ডিজিটাল মাধ্যমটিতে লেনদেনের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে কোনও বদল করেনি এনপিসিআই। ফলে আগের মতোই ব্যবহারকারী ইউপিআইয়ের মাধ্যমে দিনে সর্বোচ্চ দিতে পারবেন এক লক্ষ টাকা। শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা পাঁচ লক্ষ টাকা ধার্য রয়েছে। সেই নিয়মও অপরিবর্তিত থাকছে।

Advertisement
আরও পড়ুন