Share Market

ট্রাম্পের শুল্ক বাড়ানোর হুমকিতে নামল বাজার, পতন টাকার দামেও

সোমবার ডলারের নিরিখে আরও পড়েছে টাকার দর। এ নিয়ে টানা চার দিন। নতুন করে তৈরি হওয়া ভূ-রাজনৈতিক অস্থিরতায় ডলারের চাহিদা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০৬:৩৩

—প্রতীকী চিত্র।

সপ্তাহের শুরুতেই অস্থিরতার মুখ দেখল শেয়ার বাজার। সোমবার সকালে এক সময়ে ৪৪৬ পয়েন্টের বেশি নামে সেনসেক্স। পরে কিছুটা উঠে দিন শেষ করে ৮৫,৪৩৯.৬২ অঙ্কে। পতন ৩২২.৩৯ পয়েন্ট। নিফ্‌টি দিনের মাঝে নজির গড়ে উঠেছিল ২৬,৩৭৩.২০ অঙ্কে। তা-ও শেষ পর্যন্ত ৭৮.২৫ পয়েন্ট নেমে থামে ২৬,২৫০.৩০ অঙ্কে। সপ্তাহান্তে ভেনেজ়ুয়েলা আক্রমণ তো ছিলই। তার সঙ্গে যোগ হয়েছে রাশিয়ার কেনা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতকে ফের আক্রমণ। এই কারণে ভারতীয় পণ্যে ২৫% শাস্তি শুল্ক বসিয়েছে আমেরিকা। এ বার তাঁর প্রছন্ন হুমকি চাইলেই শুল্ক বাড়াতে পারেন তাঁরা। এই ঘটনাই এ দিন টেনে নামিয়েছে শেয়ার বাজারকে।

সোমবার ডলারের নিরিখে আরও পড়েছে টাকার দর। এ নিয়ে টানা চার দিন। নতুন করে তৈরি হওয়া ভূ-রাজনৈতিক অস্থিরতায় ডলারের চাহিদা বেড়েছে। এক সময়ে তা পৌঁছয়৯০.৫০ টাকায়। শেষ পর্যন্ত প্রতি ডলার ১০ পয়সা উঠে থামে ৯০.৩০ টাকায়। চার দিনে উত্থান ৫৫ পয়সা।

বাজার বিশেষজ্ঞ বিধান দুগারেরমতে, ‘‘সূচকের ওঠানামা অধিকাংশক্ষেত্রে ১-১৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ। অস্থিরতা সূচক (ভোলাটিলিটিইন্ডেক্স) ১০-এর নীচে। সূচক এখন অনেকটাই উঁচুতে রয়েছে। ফলে এই ওঠানামা স্বাভাবিক। তবে পরে কী হবে, সেটা নিয়ে অনিশ্চয়তা থাকছে।’’

আরও পড়ুন