অ্যান্ডার্স অ্যান্টনসেন। ছবি: এক্স।
জরিমানা গুনব, তবু দিল্লিতে খেলব না। ব্যাডমিন্টনে পদকজয়ী বিদেশি খেলোয়াড় পর পর তিন বার নাম তুলে নিলেন ‘ইন্ডিয়া ওপেন’ থেকে। কারণ দিল্লির ভয়াবহ দূষণ। অন্য এক খেলোয়াড় অভিযোগ করেছেন নোংরা মাঠ, অস্বাস্থ্যকর পরিবেশের। পায়রা উড়ছে, উপর থেকে পড়ছে পক্ষিবিষ্ঠা। কর্তৃপক্ষের ভাবটি অবশ্য চেনা: এ সব একটু হয়েই থাকে, এরই মধ্যে দিল্লি তথা ভারত হাসছে খেলছে বাঁচছে... হ্যাঁ, মরছেও। তা বলে বাচ্চাদের মতো অমন ‘খেলব না, যাও’ ঠোঁট ফোলালে চলে?