কোথায় কী হচ্ছে! ছবি: সংগৃহীত।
রাজ্য এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা বিষয় নিয়ে স্বল্প মেয়াদি সার্টিফিকেট কোর্স করানো হয়। পাশাপাশি, জাতীয় কর্মশালা, আলোচনাসভাও হয়ে নানা বিষয়কে কেন্দ্র করে। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।
১। পারফর্মিং আর্টস: ঐতিহ্য ও উদ্ভাবন—
সংশ্লিষ্ট বিষয়ের উপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে একটি সার্টিফিকেট কোর্সের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানের সংস্কৃত বিভাগের তরফে করানো হবে কোর্সটি।
কোথায় হবে— প্রতিষ্ঠানের সংস্কৃত বিভাগে।
কবে— জানুয়ারি থেকে জুন।
কত দিন চলবে— ছ’মাস, সপ্তাহে তিন দিন করে।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও স্নাতক যোগ্যতাসম্পন্ন।
আবেদনের শেষ দিন— ১৬ জানুয়ারি।
২। সুকুমার সেন: ফিরে দেখা
বিশিষ্ট ভাষাতাত্ত্বিক ও সাহিত্য বিশারদ সুকুমার সেনের জন্মের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে একটি আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
কোথায় হবে— প্রতিষ্ঠানের বাংলা বিভাগে।
কবে— ২৬ ও ২৭ ফেব্রুয়ারি।
কত দিন চলবে— দু’দিন ধরে।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া।
আবেদনের শেষ দিন— ১৫ জানুয়ারি।
৩। ব্যবসার ক্ষেত্রে অন্ত্রেপ্রোনিওরশিপ, টুরিজ়ম, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট বিষয়গুলির প্রতিকূলতা—
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট বিষয়গুলির উপর আন্তর্জাতিক স্তরের সম্মেলন আয়োজন করা হয়েছে।
কোথায় হবে— প্রতিষ্ঠানের অর্থনীতি বিভাগে।
কবে— ২৬ ও ২৭ ফেব্রুয়ারি।
কত দিন চলবে— দু’দিন ধরে।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া।
আবেদনের শেষ দিন— ১২ জানুয়ারি।
৪। জীববিজ্ঞানের গবেষণা ও উদ্ভাবনের অগ্রগতি—
২৮ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল সায়েন্স ডে’। ওই দিন উপলক্ষে সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে জাতীয় স্তরের সেমিনার আয়োজন করা হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফে।
কোথায় হবে— প্রতিষ্ঠানের সভাঘরে।
কবে— ২৭ ও ২৮ ফেব্রুয়ারি।
কত দিন চলবে— দু’দিন ধরে।
কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া।
আবেদনের শেষ দিন— ২০ ফেব্রুয়ারি।
৫। স্বাস্থ্যসেবা এবং শিক্ষাক্ষেত্রে এআই-এর প্রয়োগ—
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ সায়েন্স-র কম্পিউটার সায়েন্স বিভাগের তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর কর্মশালার আয়োজন করা হয়েছে।
কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে।
কবে— ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি।
কত দিন চলবে— দু’দিন ধরে।
কারা আবেদন করতে পারবেন— স্নাতক, স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা। প্যারামেডিক্যাল নিয়ে পড়াশোনা করছেন তাঁরাও আবেদন করতে পারবেন।