CU Admission 2024-25

রাজ্যের বিশ্ববিদ্যালয় দিচ্ছে পিএইচডি-র সুযোগ, করা যাবে কোন বিষয়ে?

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৮:৫৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজ্য সরকার অধীনস্থ কলকাতা বিশ্ববিদ্যালয়ে রয়েছে পিএইচডি-র সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইট এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

রসায়নে রয়েছে পিএইচডি-র সুযোগ। তাতে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য এই বিজ্ঞপ্তি। মোট শূন্য আসন রয়েছে ২৩টি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে।

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তির সুযোগ মিলবে। যদি কোনও প্রার্থীর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট/ স্টেট এলিজিবিলিটি টেস্ট/ গ্র্যাজুয়েট অ্যাপ্টিটউড টেস্ট উত্তীর্ণ থাকে, তা হলে তাঁকে আর লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউতে উত্তীর্ণ হলেই পিএইচডি-র সুযোগ পাওয়া যাবে।

আবেদন করবেন কী ভাবে?

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১০ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই বিষয়ে সবিস্তার তথ্য জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন