CU Recruitment 2025

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় গবেষক প্রয়োজন, কারা আবেদন জানাতে পারবেন?

তাঁদের পারিশ্রমিক হবে মাসে ১৮,০০০-২১,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১৮:১২
Calcutta University

কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

রাজ্যের মহিলা উদ্যোগপতিদের নিয়ে সমীক্ষার কাজ করছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই গবেষণার কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে বিশ্ববিদ্যালয়ের তরফে। স্বল্পমেয়াদি এই গবেষণার কাজে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে ‘সার্ভে অফ ওয়েমেন অন্ত্রেপ্রোনিওরস ইন ওয়েস্ট বেঙ্গল’ শীর্ষক প্রকল্পের কাজ হবে। সেই প্রকল্পের জন্যই দু’জন প্রজেক্ট স্কলার প্রয়োজন। তাঁদের প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেশন, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, ফিল্ড কোঅর্ডিনেশন-এর মতো নানা কাজের দায়িত্ব পালন করতে হবে।

প্রকল্পে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এই সময় তাঁদের পারিশ্রমিক হবে মাসে ১৮,০০০-২১,০০০ টাকা।

প্রকল্পে আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা। আবেদনের যোগ্য হবেন অর্থনীতি, বাণিজ্য, ম্যানেজমেন্ট বা সম্পর্কিত বিষয়ে স্নাতক উত্তীর্ণ বা স্নাতকোত্তরে পাঠরতেরা। থাকতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষতা, ডেটা অ্যানালিসিসের দক্ষতা, ফিন্যান্স ও অ্যাকাউন্টস সংক্রান্ত কাজ সামলানোর দক্ষতা, ইংরেজি, বাংলা এবং হিন্দি ভাষার পারদর্শিতা। প্রয়োজন এই পদে কাজের পূর্ব অভিজ্ঞতাও।

আগ্রহীদের জীবনপঞ্জি, কভার লেটার সহ-সমস্ত নথি বিজ্ঞতিতে উল্লিখিত ইমেল আইডিতে পাঠাতে হবে। আগামী ১০ নভেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন