CBSE releases Admit Card

বহিরাগত পড়ুয়াদের জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করল সিবিএসই, ভুল থাকলে সংশোধন করতে হবে দ্রুত

সিবিএসই ২০২৬-এর দশম এবং দ্বাদশ শ্রেণির মূল পরীক্ষা শুরু হতে চলেছে ১৭ ফেব্রুয়ারি থেকে। যে সকল বহিরাগত (এক্সটার্নাল) পড়ুয়া এই পরীক্ষায় বসতে চলেছে তাঁদের জন্যই প্রকাশ করা হল অ্যাডমিট কার্ড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৬:৫৩
বহিরাগত পড়ুয়াদের জন্য প্রকাশ হল অ্যাডমিট কার্ড।

বহিরাগত পড়ুয়াদের জন্য প্রকাশ হল অ্যাডমিট কার্ড। ছবি: সংগৃহীত।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর তরফে বহিরাগত (প্রাইভেট) পড়ুয়াদের জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। সিবিএসই ২০২৬-এর দশম এবং দ্বাদশ শ্রেণির মূল পরীক্ষা শুরু হতে চলেছে ১৭ ফেব্রুয়ারি থেকে। যে সকল বহিরাগত পড়ুয়া এই পরীক্ষায় বসতে চলেছে তাঁদের জন্যই প্রকাশ করা হল অ্যাডমিট কার্ড।

Advertisement

অ্যাডমিট কার্ডে থিয়োরি নম্বর, প্র্যাকটিক্যাল বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট নম্বর, মোট নম্বর এবং পাস করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম নম্বর উল্লেখ করা হয়েছে। ইংরেজি, হিন্দি, গণিত এবং বিজ্ঞানের মতো মূল বিষয়গুলির ক্ষেত্রে ৮০ নম্বর লিখিত পরীক্ষায় এবং ২০ নম্বর দেওয়া হবে প্র্যাকটিক্যাল অথবা ইন্টারনাল অ্যাসেসমেন্টে। ভোকেশনাল বা দক্ষতা-ভিত্তিক বিষয়গুলির ক্ষেত্রে নম্বর বিভাজন বিষয়ের কাঠামোর ওপর ভিত্তি করে ভিন্ন হতে পারে বলেই উল্লেখ রয়েছে।

অ্যাডমিট কার্ড প্রকাশের বিজ্ঞপ্তিতে সিবিএসসি-র তরফে জানানো হয়েছে, যদি কোনও পরীক্ষার্থীর নাম, বিষয়-সহ কোনও রকম ভুল থাকে তা সংশোধন করার জন্য দ্রুত নির্ধারিত সিবিএসসি-র আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রথমে সিবিএসসি-র এই https://cbseit.in/cbse/web/pvtform/pvtAdmCard.aspx ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে অ্যাডমিট কার্ডের লিঙ্কটি পাওয়া যাবে। প্রয়োজনীয় তথ্য পূরণ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।

Advertisement
আরও পড়ুন