Workshops for Students

মঞ্চাভিনয় শেখার কোর্স, রোবোটিক্স-এর প্রশিক্ষণ, কোথায় কারা দিচ্ছে পড়ার সুযোগ!

অভিনয় শেখার শখ পূরণ কিংবা রোবোটিক্স-এর মতো বিষয়ে দক্ষ হয়ে ওঠার সুযোগ রয়েছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কাছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৩

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পড়াশোনার সঙ্গে দক্ষতা বৃদ্ধির দিকটিও নজরে রাখতে হবে। জাতীয় শিক্ষানীতি ২০২০-র এই নিয়ম অনুযায়ী, পঠনপাঠনের সঙ্গে বিভিন্ন বিষয়ে সেমিনার, কর্মশালা, স্বল্পমেয়াদি কোর্সের মাধ্যমে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। এই বিভাগে রইল তারই সুলুকসন্ধান।

Advertisement

মঞ্চাভিনয়ের শখ পূরণ:

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফে সিনেমা এবং মঞ্চাভিনয়ের কৌশল শেখানো হবে। ‘পারফর্মিং আর্ট অ্যান্ড রিসার্চ স্টাডিজ় কোর্স’-এর মাধ্যমে ওই বিষয়ে বিশেষ কোর্স করানো হবে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের তরফে ‘প্রুফ কারেকশন অ্যান্ড এডিটিং (বুক অ্যান্ড জার্নাল) বিষয়েও একটি বিশেষ কোর্স করানো হবে। দু’টি কোর্সের জন্য ৭৫টি করে আসন বরাদ্দ করা হয়েছে।

  • কোথায় হবে— কল্যাণী বিশ্ববিদ্যালয়ে।
  • কবে— ডিসেম্বর ২০২৫ থেকে মে ২০২৬ পর্যন্ত।
  • কত দিন চলবে— ছ’মাস।
  • কারা আবেদন করতে পারবেন— অভিনয়ের কোর্সে দ্বাদশ উত্তীর্ণেরা এবং প্রুফ কারেকশনের কোর্সে স্নাতকেরা আবেদন করতে পারবেন।
  • আবেদন কী ভাবে— ইমেল মারফত আবেদন পাঠাতে পারবেন।
  • আবেদনের শেষ দিন— ৩১ অক্টোবর, ২০২৫।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

হার্টের স্বাস্থ্যে নজরদারি ও কৃত্রিম মেধা:

হার্টের ধমনীতে নিঃশব্দে রক্ত জমাট বাঁধছে কি না বা আচমকাই একদিন বুকে ব্যথা হচ্ছে— এই সবই হার্ট হেল্‌থ মনিটরিং ডিভাইসের মাধ্যমে আগে থেকে জেনে নেওয়া সম্ভব। এতে কৃত্রিম মেধার প্রয়োগ কতটা সম্ভব, তা নিয়েই বিশেষ কর্মশালার আয়োজন করবে আইআইটি খড়্গপুর। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ফোনোকার্ডিয়োগ্রাফি এবং ইলেকট্রোকার্ডিয়োগ্রাফি সিগন্যাল কী ভাবে কাজ করে, তাতে মেশিন লার্নিং-এর কী ভূমিকা — তা নিয়ে চর্চা চলবে।

  • কোথায় হবে— আইআইটি খড়্গপুর-এ।
  • কবে— ২৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত।
  • কত দিন চলবে— দু’দিন।
  • কারা আবেদন করতে পারবেন— ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক স্তরে পাঠরতরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ৩০ সেপ্টেম্বর।

গ্রহের অবস্থান নিয়ে চর্চা:

পৃথিবী-সহ অন্যান্য গ্রহের বর্তমান পরিস্থিতি, প্রাকৃতিক পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে চর্চা চলবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। ওই বিশ্ববিদ্যালয়ের জিয়োলজি বিভাগের তরফে সংশ্লিষ্ট কর্মশালায় বিশেষজ্ঞরা গ্রহ নিয়ে গবেষণার কৌশল নিয়েও আলোচনা করবেন।

  • কোথায় হবে— বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে।
  • কবে— ৭ অক্টোবর।
  • কত দিন চলবে— এক দিন।
  • কারা আবেদন করতে পারবেন— ভূগোল, জিয়োলজি কিংবা সমতুল বিষয় নিয়ে পাঠরত পড়ুয়া থেকে শুরু করে গবেষকরা আবেদনের সুযোগ পাবেন।
  • আবেদন কী ভাবে— অনলাইনে।
  • আবেদনের শেষ দিন— ২৫ সেপ্টেম্বর।

রোবোটিক্স-এর খুঁটিনাটি:

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় হাতেকলমে রোবোটিক্স-এর খুঁটিনাটি শেখাবে। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটি সায়েন্স ইনস্ট্রুমেন্টেশন সেন্টার (ইউএসআইসি)-র যৌথ উদ্যোগে ওই বিষয়ে একটি কর্মশালার আয়োজন করা হবে।

  • কোথায় হবে— জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে।
  • কবে— ২৬ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর।
  • কত দিন চলবে— দু’দিন।
  • কারা আবেদন করতে পারবেন— বিজ্ঞান বিভাগের একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ২৫ সেপ্টেম্বর।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রজেক্ট ম্যানেজমেন্ট:

যে কোনও ধরনের প্রজেক্টের কাজে বিশেষ দক্ষতা এবং জ্ঞান থাকা প্রয়োজন। পড়াশোনার ক্ষেত্রে তো বটেই, চাকরি জীবনেও এই দক্ষতা অনেক ভাল ফলাফল এনে দিতে পারে। সেই ভাবনা থেকেই আইআইটি দিল্লির তরফে বিশেষ কোর্সের মাধ্যমে প্রজেক্ট ম্যানেজমেন্ট কৌশল শেখানো হবে।

  • কোথায় হবে— অনলাইনে ক্লাস হবে।
  • কবে— ২৪ জানুয়ারি, ২০২৬ থেকে ২০ জুন, ২০২৬ পর্যন্ত
  • কত দিন চলবে— ছ’মাস।
  • কারা আবেদন করতে পারবেন— স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং শাখায় পাঠরত যে কোনও বিষয়ের পড়ুয়ারা আবেদনের সুযোগ পাবেন।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ১০ অক্টোবর।
Advertisement
আরও পড়ুন