MBA Admission 2026

তিনটি বিষয়ে এমবিএ পড়ার সুযোগ, দিল্লি বিশ্ববিদ্যালয়ে শুরু আবেদন গ্রহণ প্রক্রিয়া

ইন্টারন্যাশনাল বিজ়নেস, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং বিজ়নেস অ্যানালিস্ট—এই তিনটি বিষয়ে এমবিএ পড়তে পারবেন আগ্রহীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৪:১৮
দিল্লি বিশ্ববিদ্যালয়।

দিল্লি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

তিনটি বিষয়ে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়ার সুযোগ দিচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের দিল্লি স্কুল অফ ইকোনমিক্স ক্যাম্পাসের ফ্যাকাল্টি অফ কমার্স অ্যান্ড বিজ়নেস-এর তরফে আয়োজন করা হয়েছে এই কোর্সটির। ইন্টারন্যাশনাল বিজ়নেস, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং বিজ়নেস অ্যানালিস্ট— এই তিনটি বিষয়ে এমবিএ পড়তে পারবেন আগ্রহীরা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া চাই। পাশপাশি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আয়োজিত ক্যাট উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া প্রয়োজন। ১৯ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন