WB HS Syllabus 2025

সরকারি চাকরির প্রস্তুতি একাদশেই! পাঠ্যক্রমে যোগ হল নতুন বিষয়

এনভায়রনমেন্টাল সায়েন্সেস নামের ওই বিষয়টি বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা পড়ার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডেলেও প্রতিক্রিয়াও দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১৫:৩৫
WB HS Syllabus 2025.

প্রতীকী চিত্র।

পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এবং সরকারি চাকরির প্রস্তুতিতে সাহায্য করতে নতুন বিষয় যোগ হল একাদশ এবং দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে। এনভায়রনমেন্টাল সায়েন্সেস নামের ওই বিষয়টি বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা পড়ার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডেলেও প্রতিক্রিয়াও দিয়েছেন।

Advertisement

শিক্ষামন্ত্রী লিখেছেন, “উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার একাদশ শ্রেণির পাঠ্যক্রমে এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিষয়টি অন্তর্ভুক্ত করছে, যা প্র্যাকটিকাল বেস্ড‌ সাবজেক্ট। বিষয়টি পড়ুয়াদের স্নাতকোত্তর স্তরে এবং গবেষণা ক্ষেত্রে সুযোগ পেতে সাহায্য করবে। এ ছাড়াও পিএসসি, সিএসসি-র মতো বিভিন্ন ক্ষেত্র-সহ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি চাকরি পেতেও সাহায্য করবে।”

এর আগে একাদশ দ্বাদশ শ্রেণির কলা, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের এনভায়রনমেন্টাল স্টাডিজ বিষয়টি পড়ানো হত। বর্তমানে ওই বিষয়টি কলা এবং বাণিজ্য শাখার পড়ুয়ারাই পড়তে পারবেন।

এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, বিষয়টির বেশির ভাগটাই প্র্যাকটিক্যাল বেসের উপর থাকছে। পড়ুয়াদের গবেষণাগারের পাশাপাশি, সরাসরি হাতেকলমে পাঠ দেওয়া হবে। এ ছাড়াও তাঁদের বিভিন্ন ধরনের গবেষণামূলক কাজও করতে হবে। তিনি আরও বলেন, “স্কুলে যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, তাঁরাই পাঠদান করবেন। পাশাপাশি জীববিজ্ঞান (বায়োলজি) এবং রসায়নের শিক্ষক-শিক্ষিকারাও সংশ্লিষ্ট বিষয়টি পড়াতে পারবেন।”

Advertisement
আরও পড়ুন