FTII Pune Admission 2025

পুণের এফটিআইআই-তে অনলাইন ও অফলাইনে একাধিক কোর্সের সুযোগ, আবেদন করবেন কী ভাবে?

এই কোর্সগুলি অনলাইন এবং অফলাইনে চলবে। ‘ফাউন্ডেশন স্কুল ইন ফিল্ম মেকিং’ কোর্সটি ডিসেম্বর মাসে ১০ থেকে ২৩ তারিখ পর্যন্ত চলবে এই কোর্সটি। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৮:১৪
পুনের এফটিআইআই।

পুনের এফটিআইআই। ছবি: সংগৃহীত।

ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-য় সিনেমার একাধিক বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত অনেকগুলি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

কোর্সগুলির বিস্তারিত তথ্য:

১) ‘ফাউন্ডেশন স্কুল ইন ফিল্ম মেকিং’— এই কোর্সটি ১০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস হবে। কোর্সমূল্য ২৯ হাজার টাকা। আবেদনের শেষ দিন ২০ নভেম্বর বিকেল ৬টা।

২) ‘বেসিক কোর্স ইন ডিজিটাল মিউজ়িক প্রোডাকশন’— ৮ থেকে ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১টা এবং বেলা ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। কোর্সমূল্য ১১ হাজার টাকা। ২৪ নভেম্বর বিকেল ৬টা পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র। আগে যে আবেদনপত্র এবং কোর্সমূল্য জমা দেবেন, সে আগে সুযোগ পাবেন।

৩) ‘বেসিক কোর্স ইন স্মার্টফোন ফিল্ম মেকিং’— ১৫ থেকে ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। কোর্সমূল্য ৭ হাজার টাকা। আবেদনপত্র জমা দিতে হবে ২০ নভেম্বর বিকেল ৬টার মধ্যে। এই ক্ষেত্রেও ‘আগে এলে আগে পাবে’-এই পন্থাতেই ভর্তি হওয়া যাবে।

৪) ‘বেসিক কোর্স ইন স্ক্রিন প্লে রাইটিং’— এটি একটি স্বল্পমেয়াদী কোর্স। ১০ থেকে ২৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। কোর্সমূল্য ১৭,৫০০ টাকা। আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে।

৫) ‘ফান্ডামেন্টালস অফ ফিল্ম ডিরেকশন’— ২০২৬ সালের ৫ থেকে ৯ জানুয়ারি ক্লাস চলবে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলবে, তারপর বেলা আড়াইটে থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ক্লাস হবে। ৩,৯০০ টাকা কোর্সমূল্য। আবেদনের শেষ দিন ১০ ডিসেম্বর।

এই কোর্সগুলি অনলাইন এবং অফলাইনে চলবে। বিজ্ঞপ্তিটি দেখা যাবে পুণের এফটিআইআই-র ওয়েবসাইট থেকে। সেখান থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পারবেন আগ্রহীরা।

Advertisement
আরও পড়ুন