Courses and Workshops

স্নায়ুতন্ত্রের বৈচিত্র্য নিয়ে আলোচনা বা যোগ ব্যায়ামের প্রশিক্ষণ! কোথায়, কবে, কোন কোর্স-কর্মসূচি?

শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৫:২৯
পাঁচটি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট কোর্স ও কর্মসূচির সুলুকসন্ধান।

পাঁচটি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট কোর্স ও কর্মসূচির সুলুকসন্ধান। ছবি: সংগৃহীত।

বহু শিক্ষা প্রতিষ্ঠানই পড়ুয়াদের পেশামুখী করতে বছরভর নানা কোর্সের আয়োজন করে থাকে। রাজ্য এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা বিষয় নিয়ে স্বল্প মেয়াদি সার্টিফিকেট কোর্স করানো হয়। পাশাপাশি, জাতীয় কর্মশালা, আলোচনাসভাও হয়ে নানা বিষয়কে কেন্দ্র করে। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।

Advertisement

১। স্নায়ুতন্ত্রের বৈচিত্র্য সম্পর্কে পাঠ—

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ‘আন্ডারস্ট্যান্ডিং নিউরোডাইভারসিটি’ বিষয়কে কেন্দ্র করে বিশেষ কোর্স করানো হবে।

কোথায় হবে— অনলাইনে।

কবে— ৫ ফেব্রুয়ারি থেকে।

কত দিন চলবে— ছ’সপ্তাহ।

কোর্সমূল্য— ৭৫০টাকা এবং ধার্য করা জিএসটি মূল্য।

কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী ব্যাক্তি।

আবেদনের শেষ দিন— ১ ফেব্রুয়ারি।

২। পারফর্মিং আর্টস: ঐতিহ্য ও উদ্ভাবন—

সংশ্লিষ্ট বিষয়ের উপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে একটি সার্টিফিকেট কোর্সের আয়োজন করা হয়েছে।

কোথায় হবে— প্রতিষ্ঠানের সংস্কৃত বিভাগে।

কবে— জানুয়ারি থেকে জুন।

কত দিন চলবে— ছ’মাস, সপ্তাহে তিন দিন করে।

কারা আবেদন করতে পারবেন— যে কোনও স্নাতক যোগ্যতাসম্পন্ন।

আবেদনের শেষ দিন— ১৬ জানুয়ারি।

৩। এজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট—

ওয়েবডেভেলপমেন্ট এবং ডেটাবেস টেকনোলজি নিয়ে বিশেষ কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে।

কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে।

কবে— সপ্তাহে দু’দিন করে ক্লাস।

কত দিন চলবে— ছ’মাস।

কারা যোগ দিতে পারবেন— যে কোনও স্নাতক পড়ুয়া।

কোর্স মূল্য— ১ হাজার টাকা।

৪। যোগ শেখার সুযোগ—

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় যোগ নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দ্বিতীয় সেশনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ের যোগ সাধনা কেন্দ্রে।

কত দিন চলবে— চার মাস।

কারা যোগ দিতে পারবেন— দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ যে কোনও আগ্রহী ব্যাক্তি।

আবেদনের শেষ দিন— ২৭ জানুয়ারি।

৫। উদ্ভিদ বিজ্ঞানে ন্যানোপ্রযুক্তির ব্যবহার—

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে।

কত দিন চলবে— এক দিন।

কবে— ১৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে।

কারা যোগ দিতে পারবেন— স্কুল ও কলেজ পড়ুয়ারা।

Advertisement
আরও পড়ুন