Certificate course 2025

লোকসংস্কৃতি থেকে সাইবার সিকিওরিটি! রাজ্যের পাঁচটি প্রতিষ্ঠানের সার্টিফিকেট কোর্স থেকে সেমিনারের খোঁজ, রইল খুঁটিনাটি

শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স এবং কর্মশালার সুলুকসন্ধান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:২৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজ্য এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায়ই নানা বিষয় নিয়ে স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্স করানো হয়। আবার, জাতীয় কর্মশালা, সেমিনারও হয়ে নানা নানা বিষয়কে কেন্দ্র করে। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স এবং কর্মশালার সুলুকসন্ধান।

Advertisement

১। লোকসংস্কৃতি, পর্যটন এবং সমষ্টি উন্নয়ন

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফে এই বিষয়ের উপর স্বল্পমেয়াদি কোর্স করানো হবে। এই মর্মে সম্প্রতি একটি সবিস্তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

কোথায় হবে— অনলাইনে।

কবে— ১ জানুয়ারি, ২০২৬ থেকে শুরু।

কত দিন চলবে— ১২ সপ্তাহ।

কারা আবেদন করতে পারবেন— কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা।

২। আন্তঃবিভাগীয় গবেষণা এবং নীতিগত প্রভাব

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রুরাল ডেভেলপমেন্ট স্টাডিজ়, ফোকলোর এবং ভূগোল বিভাগের তরফে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড পলিসি ইমপ্লিকেশনস বিষয়ের উপর সেমিনারের আয়োজন করা হয়েছে।

কোথায় হবে— প্রতিষ্ঠানে অর্থাৎ অফলাইনে।

কবে— ২০ এবং ২১ জানুয়ারি, ২০২৬।

কত দিন চলবে— দু’দিন ধরে।

কারা আবেদন করতে পারবেন— গবেষণা করছেন এমন পড়ুয়ারা।

আবেদন কী ভাবে— অনলাইনে।

আবেদনের শেষ দিন— ২০ ডিসেম্বর ২০২৫।

৩। কালিদাস ভট্টাচার্যের উপর আন্তর্জাতিক সম্মেলন

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তরফে ভারতীয় দার্শনিক কালিদাস ভট্টাচার্যকে নিয়ে আন্তর্জাতিক মানের সম্মেলনের আয়োজন করা হয়েছে।

কোথায় হবে— প্রতিষ্ঠানে অর্থাৎ অফলাইনে।

কবে— ২৫ এবং ২৭ ফেব্রুয়ারি, ২০২৬।

কত দিন চলবে— দু’দিন ধরে।

কারা আবেদন করতে পারবেন— গবেষণা করছেন এমন পড়ুয়ারা।

৪। সাইবার নিরাপত্তা পরিচিতি

সংশ্লিষ্ট বিষয়ের উপর স্বল্পমেয়াদী কোর্স করাবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

কোথায় হবে— প্রতিষ্ঠানে অর্থাৎ অফলাইনে।

কবে— ২০ এবং ২১ জানুয়ারি, ২০২৬।

কত দিন চলবে— দু’দিন ধরে।

কারা আবেদন করতে পারবেন— গবেষণা করছেন এমন পড়ুয়ারা।

আবেদন কী ভাবে— অনলাইনে।

আবেদনের শেষ দিন— ২০ ডিসেম্বর ২০২৫।

৫। পিএইচডি ইন্ডাকশন প্রোগ্রাম, ২০২৫

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেল-এর তরফে এই প্রোগ্রামটির আয়োজন করা হয়েছে। গবেষণা শিক্ষার্থীদের জন্য মূলত এই অনুষ্ঠানটি।

কোথায় হবে— প্রতিষ্ঠানে অর্থাৎ অফলাইনে।

কবে— ১৮ ডিসেম্বর।

কত দিন চলবে— এক দিন।

Advertisement
আরও পড়ুন