Skill Development Programme 2026

জিয়োইনফরমেটিক্স-এর স্বল্প মেয়াদি কোর্স বা জেনোমিক্স-এর প্রশিক্ষণ! দক্ষতার বৃদ্ধির সুযোগ কোথায়, কবে?

‘শিক্ষার কড়চা’য় দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের তরফে আয়োজিত কর্মশালা, আলোচনাচক্র এবং স্বল্প সময়ের কোর্সের সন্ধান দেওয়া হল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পড়াশোনা এবং চাকরির সঙ্গেই দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ কোর্স কিংবা কর্মশালার আয়োজন করেছে দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়। সেই সমস্ত কর্মশালা, আলোচনাচক্রে যোগদানের সুযোগ কারা কী ভাবে পাবেন, তার বিশদ তথ্য জানানো হল।

Advertisement

জিয়োইনফরমেটিক্স নিয়ে পড়াশোনা:

রিমোট সেন্সিং, জিয়োগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) নিয়ে বিশেষ কোর্সের আয়োজন করা হয়েছে। মূলত উচ্চশিক্ষা ক্ষেত্রে শিক্ষকতা এবং গবেষণামূলক কাজের জন্য এই বিষয় সম্পর্কে কী কী শেখা প্রয়োজন, তা নিয়েই চলবে চর্চা।

  • কোথায় হবে— ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি।
  • কবে— ৫-১৬ জানুয়ারি, ২০২৬।
  • কত দিন চলবে— ১১ দিন।
  • কারা আবেদন করতে পারবেন— রাজ্য সরকারি কর্মী, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণ করে।
  • আবেদনের শেষ দিন— ২৪ ডিসেম্বর।

নদীর বাস্তুতন্ত্র বদল:

নদীমাতৃক দেশে জলবায়ু পরিবর্তন এবং মানুষের জীবনযাত্রার প্রভাব কতটা, তা পর্যালোচনা করা হবে। এ বিষয়ে আলোচনার জন্য বিশেষ সেমিনার আয়োজিত হতে চলেছে।

  • কোথায় হবে— আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়।
  • কবে— ৭ থেকে ৮ জানুয়ারি, ২০২৬।
  • কত দিন চলবে— দু’দিন।
  • কারা আবেদন করতে পারবেন— নদী কিংবা বাস্তুতন্ত্র নিয়ে পাঠরত পড়ুয়া, গবেষক, শিক্ষকেরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণ করে।
  • আবেদনের শেষ দিন— উল্লেখ করা নেই।

অনুজীব চেনাতে কর্মশালা:

চাষাবাদের কাজে বিঘ্ন ঘটায় এমন অনুজীবদের চিহ্নিত করতে প্রয়োজন বিশেষ সামগ্রীর। বায়োইনফরমেটিক্স, মলিকিউলার বায়োলজিতে জ্ঞান থাকলে ওই সামগ্রী চালনার কৌশল শেখা যেতে পারে সহজেই। এই কৌশলই হাতেকলমে শেখানো হবে বিশেষ কর্মশালায়।

  • কোথায় হবে— বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।
  • কবে— ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি, ২০২৬।
  • কত দিন চলবে— পাঁচ দিন।
  • কারা আবেদন করতে পারবেন— জেনোমিক্স কিংবা সমতুল বিষয় নিয়ে পাঠরত পড়ুয়ারা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণ করে।
  • আবেদনের শেষ দিন— উল্লেখ করা নেই।

স্মার্ট ফার্মিং নিয়ে উইন্টার স্কুল:

বিশেষ ক্লাসের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে কৃষিকাজে গতি বৃদ্ধি করার কৌশল শেখানো হবে। এ ক্ষেত্রে কৃত্রিম মেধা, ডেটা সায়েন্স-এর সাহায্যে ওই কাজে কী কী বিষয়ের সংযোজন প্রয়োজন, কী ভাবে করা যেতে পারে, তা নিয়েও চলবে আলোচনা।

  • কোথায় হবে— ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট।
  • কবে— ১৫ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি, ২০২৬।
  • কত দিন চলবে— ২২ দিন।
  • কারা আবেদন করতে পারবেন— কৃষিবিদ্যা নিয়ে গবেষণারত বিজ্ঞানী, গবেষক, কর্মরত ব্যক্তি।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণ করে।
  • আবেদনের শেষ দিন— উল্লেখ করা নেই।

আমদানি রফতানির অ-আ-ক-খ:

বাণিজ্য নিয়ে পড়তে আগ্রহীদের আমদানি এবং রফতানি বিষয়ে ওয়াকিবহাল থাকা প্রয়োজন। আন্তর্জাতিক স্তরে এর উপর নির্ভর করে থাকে আর্থিক লেনদেন, বাজারের হালহকিকত। এ বিষয়ে বিশেষ কোর্সের ক্লাস করানো হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড-এর তরফে।

  • কোথায় হবে— অনলাইনে।
  • কবে— জানুয়ারি মাসে শুরু হবে।
  • কত দিন চলবে— চার মাস।
  • কারা আবেদন করতে পারবেন— বাণিজ্য নিয়ে পাঠরত পড়ুয়া, বাণিজ্যিক সংস্থার কর্মীরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণ করে।
  • আবেদনের শেষ দিন— ২০ জানুয়ারি।
Advertisement
আরও পড়ুন