Training Courses for Students 2025

গবেষণা নিয়ে আলোচনার সুযোগ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যোগদান কী ভাবে? জেনে নিন শর্তাবলি

পড়ুয়ারা বিশ্বভারতী, সিকিম, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির তরফে একাধিক কোর্স এবং কর্মশালায় যোগদান করতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৬:৪১

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পড়ুয়াদের গবেষণার কাজ শেখানোর জন্য বিশেষ কর্মশালার আয়োজন করে থাকে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এ ছাড়াও দেশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের তরফে প্রশিক্ষণমূলক কর্মসূচিতে স্নাতক থেকে স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়ারা যোগ দিতে পারবেন। সেই সমস্ত কর্মসূচি কোথায় কবে হতে চলেছে, তার সন্ধান রইল।

Advertisement

রাশিবিজ্ঞান নিয়ে চর্চা:

নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি-র তরফে রাশিবিজ্ঞান নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হবে। এই কর্মশালায় উপস্থিত থাকবেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতার বিশেষজ্ঞেরা।

  • কোথায় হবে— নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটিতে।
  • কবে— ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত।
  • কত দিন চলবে— সাত দিন।
  • কারা আবেদন করতে পারবেন— রাশিবিজ্ঞানের স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, গবেষক, রিসার্চ স্কলার, শিক্ষক এবং অধ্যাপকরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ১৫ অক্টোবর।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

জলবায়ু পরিবর্তন এবং অরণ্য রক্ষণাবেক্ষণ:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), বেঙ্গালুরুর তরফে জলবায়ু পরিবর্তন এবং অরণ্য রক্ষণাবেক্ষণ নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে। অরণ্যের পরিবেশ সংরক্ষণের বিষয়টিও শেখাবেন বিশেষজ্ঞেরা।

  • কোথায় হবে— আইআইএসসি, বেঙ্গালুরুতে।
  • কবে— ৮ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
  • কত দিন চলবে— ১৪ দিন।
  • কারা আবেদন করতে পারবেন— ভূগোল, অর্থনীতি, ফরেস্ট্রি, সোশিওলজি, ইকোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, পাবলিক পলিসি নিয়ে পাঠরত কিংবা গবেষণারত পড়ুয়ারা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ২৪ অক্টোবর।

গবেষণা নিয়ে আলোচনা:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের তরফে গবেষণার খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হবে। সংশ্লিষ্ট কর্মশালায় প্রযুক্তির ব্যবহার করে কাজের কৌশল নিয়েও চলবে চর্চা।

  • কোথায় হবে— বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে।
  • কবে— ১৫ অক্টোবর।
  • কত দিন চলবে— একদিন।
  • কারা আবেদন করতে পারবেন— যে কোনও বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়া, শিক্ষক, অধ্যাপকেরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ১৪ অক্টোবর।

বৃক্ষরোপণের প্রাসঙ্গিকতা:

বৃক্ষরোপণের হাত ধরে উন্নয়ন কী ভাবে হতে পারে, তা নিয়ে চর্চা করবে সিকিম বিশ্ববিদ্যালয়। চর্চার সঙ্গে হাতেকলমে কাজ শেখানোর কর্মশালাও চলবে। ক্লাস করাবেন কেরলের সেন্টার ফর ডেভেলপমেন্ট স্টাডিজ়।

  • কোথায় হবে— গুয়াহাটিতে।
  • কবে— ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত।
  • কত দিন চলবে— সাত দিন।
  • কারা আবেদন করতে পারবেন— সোশ্যাল সায়েন্স, এগ্রিকালচারাল সায়েন্স বিষয়ে গবেষণা করছেন, কিংবা অধ্যাপনা করছেন।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ২২ অক্টোবর।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মুশকিল আসান আসনে:

যোগাসন শেখাতে বিশেষ কোর্সের ব্যবস্থা করেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। স্বল্প মেয়াদি ওই কোর্সের মাধ্যমে যোগাসনের উপকারিতা, তার ইতিহাস সম্পর্কে শেখাবেন বিশেষজ্ঞেরা।

  • কোথায় হবে— বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে।
  • কবে— ৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত।
  • কত দিন চলবে— ১২ দিন।
  • কারা আবেদন করতে পারবেন— যে কোনও বিষয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠরত পড়ুয়া, চাকরিজীবী।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ১ নভেম্বর।
Advertisement
আরও পড়ুন