WB SSC Recruitment 2025

গ্রুপ-সি, গ্রুপ-ডি পদে আবেদনের হিড়িক, প্রযুক্তিগত সমস্যায় বিপত্তি! ফের বাড়ল আবেদনের সময়সীমা

সোমবার, ৮ ডিসেম্বর বিকেল পর্যন্ত ছিল আবেদনের সময়সীমা। কিন্তু প্রযুক্তিগত সমস্যায় গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষায় বসার আবেদনের সময়সীমা বাড়িয়ে ১২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৫১
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

শেষ দু’দিনে শিক্ষাকর্মী পদে আবেদনের হিড়িক। একসঙ্গে ৫০-৬০ হাজার প্রার্থী জন্য ওয়েবসাইটে ঢুকছেন আবেদন করতে। তার ফলেই বিপত্তি। অভিযোগ, বহু প্রার্থীই আবেদন জমা দিতে পারেননি। তাই আর‌ও চার দিন বাড়তে চলেছ সময়সীমা।

Advertisement

সোমবার, ৮ ডিসেম্বর বিকেল পর্যন্ত ছিল আবেদনের সময়সীমা। কিন্তু প্রযুক্তিগত সমস্যায় গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষায় বসার আবেদনের সময়সীমা বাড়িয়ে ১২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।

এসএসসি সুত্রের খবর, বর্তমানে যে ওয়েবসাইট রয়েছে সেখানে একসঙ্গে ১৩ থেকে ১৪ হাজার মানুষ আবেদন করতে পারেন। গত দু’দিনে হঠাৎই অতিরিক্ত ভিড় হয়ে যাওয়ায় মুখ থুবড়ে পড়ে সার্ভার। ইতিমধ্যেই ৫০ থেকে ৬০ হাজার প্রার্থী শিক্ষাকর্মী হওয়ার পরীক্ষায় বসতে চেয়ে আবেদন করতে চাইলে‌ও করতে পারেননি। বেশ কিছু আবেদনকারী ইতিমধ্যে অভিযোগ জানিয়েছে স্কুল সার্ভিস কমিশনের অফিসে। তাই এই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত।

গত ৩ নভেম্বর শিক্ষাকর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু করেছিল এসএসসি। শেষ হওয়ার কথা ছিল ৩ ডিসেম্বর। ফের তা বাড়ান হল। সোমবার পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন আয়োজিত গ্রুপ-সি এবং গ্রুপ-ডি শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষায় বসার জন্য আবেদনের হার ছিল ২০১৬-র চেয়ে কম। এখন‌ও পর্যন্ত প্রায় ১৪ লক্ষেরও বেশি আবেদনকারী আবেদন করেছেন বলে সূত্রের খবর।

হিসাব বলছে, ২০১৬ সালে নিয়োগে গ্রুপ-সি ও গ্রুপ-ডি মিলিয়ে স্কুলে স্কুলে নিয়োগের জন্য প্রায় ১৮ লক্ষ আবেদন জমা পড়েছিল। প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে সে বারের গোটা প্যানেলই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। গ্রুপ-সি বিভাগে এসএসসি ২৯৮৯টি শূন্যপদ রয়েছে বলে জানিয়েছে, গ্রুপ-ডি বিভাগে ৫৪৮৮ টি। মাধ্যমিক পাশ করলেই গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা।

Advertisement
আরও পড়ুন