IACS Recruitment 2025

যাদবপুরের আইএসিএসে গবেষক নিয়োগ, কাজ অজৈব রসায়ন নিয়ে

নিযুক্তদের প্রতিষ্ঠানের নিয়ম মেনেই পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৯:০৬
IACS

আইএসিএস। ছবি: সংগৃহীত।

যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ গবেষণাধর্মী কাজের সুযোগ। শুক্রবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। প্রতিষ্ঠানের নিজস্ব অর্থপুষ্ট প্রকল্পের জন্যই কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

প্রতিষ্ঠানের স্কুল অফ কেমিক্যাল সায়েন্সেসের জন্য এই নিয়োগ। গবেষণার কাজ হবে বায়োমিমেটিক অ্যান্ড মেকানিস্টিক ইনঅরগ্যানিক কেমিস্ট্রি সংক্রান্ত।

প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট-১ পদে নিয়োগ হবে। শূন্যপদ দু’টি। প্রকল্পে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ আর এক বছর বাড়ানো হতে পারে। নিযুক্তদের প্রতিষ্ঠানের নিয়ম মেনেই পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদনকারীদের রসায়নে পিএইচডি থাকতে হবে। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্যান্য মাপকাঠি, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৫ জুলাই আবেদনের শেষ দিন। এর পর চলতি মাসের শেষ সপ্তাহে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন