IIT Hyderabad Admission 2025

আইআইটি হায়দরাবাদ থেকে পিএইচডি-র সুযোগ, গবেষণা করা যাবে নানা আধুনিক বিষয়ে

প্রতিষ্ঠানের তরফে আগামী বছরের জানুয়ারি পর্বের জন্য পিএইচডি-র ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৯:০৯
IIT Hyderabad

আইআইটি, হায়দরাবাদ। ছবি: সংগৃহীত।

একাধিক বিষয়ে পিএইচডি-র সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), হায়দরাবাদ। বিজ্ঞান, প্রযুক্তি এবং কলা বিভাগের নানা বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন পড়ুয়ারা। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়াও।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে আগামী বছরের জানুয়ারি পর্বের জন্য পিএইচডি-র ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়েছে। পড়ুয়ারা প্রতিষ্ঠান থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, জলবায়ু পরিবর্তন, ডিজ়াইন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অন্ত্রেপ্রোনিওয়রশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, মেটিরিয়ালস সায়েন্স অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, হেরিটেজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র মতো নানা অত্যাধুনিক বিষয়ে পিএইচডি করতে পারবেন। প্রতিষ্ঠানের গ্রিনকো স্কুল অফ সাস্টেনেবিলিটি এবং সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ় থেকেও নানা বিষয়ে পিএইচডি-র সুযোগ রয়েছে।

সংশ্লিষ্ট কোর্সে শুধু আইআইটি/ এনআইটি/ আইআইএসসি/ সিএফটিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিটেক/ বিই/ বিএস/ বিডিইএস/ এমএসসি-তে ন্যূনতম ৯ সিজিপিএ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়া পড়ুয়ারাই আবেদন জানাতে পারবেন।

পিএইচডি-তে জুনিয়র রিসার্চ ফেলো থাকাকালীন তাঁদের সাম্মানিক দেওয়া হবে মাসে ৫০,০০০ টাকা। সিনিয়র রিসার্চ ফেলো পদে উন্নীত হওয়ার পর ফেলোশিপের পরিমাণ হবে মাসে ৫৫,০০০ টাকা।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৩১ অক্টোবর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে।

Advertisement
আরও পড়ুন