IIT ISM Dhanbad Internship 2025

গবেষণাধর্মী কাজের জন্য প্রশিক্ষণ দেবে আইআইটি আইএসএম ধানবাদ, আবেদনের শেষ দিন কবে?

পড়ুয়াদের মেধার ভিত্তিতে যোগ্যতা যাচাই করে ইন্টার্নশিপের জন্য বাছাই করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৯:২৯
IIT ISM Dhanbad

আইআইটি আইএসএম ধানবাদ। ছবি: সংগৃহীত।

স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য গবেষণার কাজ নিয়ে হাতকলমে প্রশিক্ষণের ব্যবস্থা দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি আইএসএম ধানবাদ-এর। প্রতিষ্ঠানের তরফে স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণও দেওয়া হবে পড়ুয়াদের। বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানানো হয়েছে।

Advertisement

চলতি বছর মোট তিন ধরনের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে আইআইটি আইএসএম ধানবাদ। প্রথমটি স্নাতকে পাঠরতদের জন্য শীতকালীন গবেষণা প্রশিক্ষণ কর্মসূচি। দ্বিতীয়টি, স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য শীতকালীন গবেষণা প্রশিক্ষণ কর্মসূচি। তৃতীয়টি দীর্ঘমেয়াদি গবেষণা প্রশিক্ষণ কর্মসূচি। এ ক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়ারা সুযোগ পাবেন।

প্রথম দু’টি স্বল্পমেয়াদি প্রশিক্ষণগুলি চলবে দু’মাস ধরে। তবে পড়ুয়াদের সুবিধা অনুযায়ী, তাঁরা এক মাসও করতে পারেন গবেষণার ইন্টার্নশিপটি।

অন্য দিকে, দীর্ঘমেয়াদি ইন্টার্নশিপটি চলবে ছ’মাস থেকে এক বছর পর্যন্ত। উভয় ক্ষেত্রেই পড়ুয়ারা ইন্টার্নশিপ থেকে কী বা কতটা শিখছে, তার জন্য মূল্যায়নও করা হবে তাঁদের।

পড়ুয়াদের মেধার ভিত্তিতে যোগ্যতা যাচাই করে ইন্টার্নশিপের জন্য বাছাই করা হবে। যাঁরা আগামী বছর চূড়ান্ত বর্ষের পরীক্ষা দেবেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ বাকি নথি উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ৫০০ টাকা। স্বল্পমেয়াদি ইন্টার্নশিপে আবেদনের শেষ দিন ১৫ নভেম্বর। ৩০ নভেম্বর দীর্ঘমেয়াদি ইন্টার্নশিপে আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন