JU Second-Year Admission

যাদবপুরে ল্যাটারাল এন্ট্রি! দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা, সিদ্ধান্ত কর্তৃপক্ষের

দু’টি দাবি মেনে নিলেও পড়ুয়াদের আর একটি দাবি মানেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্লাসে উপস্থিতির হারে যে ৫ নম্বর দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল তা বদল ঘটছে না। নতুন পরীক্ষা বিধিতে উপস্থিতির উপর নম্বর, সাপ্লিমেন্টারি তুলে দেওয়া এবং জিলেটের প্রবেশিকা বন্ধের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় বিক্ষোভ।‌

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৫:১৮
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ছাত্র আন্দোলনের চাপে এ বছরে জয়েন্ট এন্ট্রান্স ল্যাটারাল এন্ট্রি টেস্ট (জিলেট)-এর মাধ্যমে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ভর্তি করতে সম্মত হল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং ফার্মাসি বিভাগে চার বছরের স্নাতকের দ্বিতীয় বর্ষের ভর্তির পরিচালনা করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ‌এ ছাড়াও সিদ্ধান্ত হয়েছে থিয়োরি পরীক্ষায় ফেরানো হবে সাপ্লিমেন্টারি। এই সাপ্লিমেন্টারি পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত হয়েছিল চলতি বছরের নয়া পরীক্ষা বিধিতে।

দু’টি দাবি মেনে নিলেও পড়ুয়াদের আর একটি দাবি মানেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্লাসে উপস্থিতির হারে যে ৫ নম্বর দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল তা বদল ঘটছে না।

নতুন পরীক্ষা বিধিতে উপস্থিতির উপর নম্বর, সাপ্লিমেন্টারি তুলে দেওয়া এবং জিলেটের প্রবেশিকা বন্ধের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা।‌ তারপরই সিদ্ধান্ত বদল কর্তৃপক্ষের।

প্রবেশিকা পরীক্ষায় বিলম্বের কারণে এ বছর জিলেটের মাধ্যমে ল্যাটারাল এন্ট্রি বন্ধের কথা বলা হয়েছিল কর্তৃপক্ষের তরফে। ফ্যাকাল্টি কাউন্সিলের ডিন পার্থপ্রতিম বিশ্বাস বলেন, “পড়ুয়াদের তিনটি দাবি ছিল, তার মধ্যে দু’টি দাবি মেনে নেওয়া হয়েছে। যোগ্য প্রার্থীরা দু’টি বিকল্প পাবেন। প্রথমত তাঁরা এ বছর প্রভিশনাল অ্যাডমিশন নিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে ক্লাস শুরু করতে পারবেন। দ্বিতীয়ত জানুয়ারি থেকে তাঁরা দ্বিতীয় সেমিস্টারে সরাসরি যোগ দিতে পারবেন।”

শুধু তাই নয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রথম সেমিস্টারে বাকি থাকা পরীক্ষা মার্চের সাপ্লিমেন্টারি হিসেবে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তা ছাড়া কোন‌ও পড়ুয়া যদি চূড়ান্ত বর্ষে উঠে আগের সেমিস্টারের কোন‌ও পত্রে পাশ না করতে পারেন, তা হলেও তার বছর নষ্ট হবে না।

Advertisement
আরও পড়ুন