ছবি: সংগৃহীত।
জঙ্গি এবং দুষ্কৃতী দমনে গঠিত রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সে আলাদা করে সারমেয় বাহিনী তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। ওই বাহিনীতে আটটি বেলজিয়ান ম্যালিনোয়া প্রজাতির কুকুরের প্রশিক্ষণ শুরু হয়েছে। ওই একই প্রজাতির সারমেয় বিভিন্ন সময়ে পুলিশ, সামরিক বাহিনীর তদন্তের কাজে সহায়তা করে থাকে। জঙ্গিদের ডেরা খুঁজে বের করতে দক্ষ ওই সারমেয় বাহিনী।
এই বিশেষ বাহিনীর সদস্যদের ছোট থেকেই প্রশিক্ষণ দিতে হয়। শেখাতে হয় গন্ধ শুঁকে কী ভাব বিপদের মোকাবিলা করা যেতে পারে। সেই প্রশিক্ষণের কৌশল এবং তত্ত্ব শেখার সুযোগ দিচ্ছে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি। মোট ছ’মাস হাতেকলমে প্রশিক্ষণের সঙ্গে নিয়মিত ক্লাস করাবেন বিশেষজ্ঞ 'ডগ হ্যান্ডলার' বা সারমেয় প্রশিক্ষকেরা।
ওই ডিপ্লোমার মাধ্যমে ফরেন্সিক তদন্তের কাজে কী ভাবে সারমেয়দের ব্যবহার করা যায়, মাদকের গন্ধ চিনে আততীয়কে ধরার কাজে সারমেয়কে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে, তার কৌশল শেখানো হবে। এ ছাড়াও অপরাধস্থলে কী ভাবে সারময় বাহিনী নিয়ে যেতে হবে, স্পেশ্যালাইজ়ড টাস্ক ফোর্সের জন্য তাঁদের প্রস্তুত করার মতো বিষয়ও শিখে নেওয়ার সুযোগ থাকছে।
ডগ হ্যান্ডলার হিসাবে কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা রয়েছে, কিংবা পুলিশ ডগ হ্যান্ডলিং বিষয়ে ডিপ্লোমা করেছেন— এমন ব্যক্তিরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে ক্যানিন ফরেন্সিক বিষয়ে প্রফেশনাল ডিপ্লোমা করার সুযোগ পাবেন। এ ছাড়াও যে কোনও বিষয়ে স্নাতকেরাও ওই ডিপ্লোমায় ভর্তি হওয়ার আবেদন করতে পারবেন। মোট ৩০টি আসন বরাদ্দ করা হয়েছে ওই কোর্সের জন্য। ডিপ্লোমার জন্য ৩৫,০০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে। অনলাইনে আবেদনের জন্য ২৫ জানুয়ারি পর্যন্ত পোর্টাল চালু থাকছে।