মণিপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
মায়ানমারের ভাষা, রীতিনীতি, সে দেশের জীবনধারা, সাহিত্য, লোককথা বিষয়ে আগ্রহ থাকলে খোঁজ নেওয়া যেতে পারে মণিপুর বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি এই বিষয়ে পাঠ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।
পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা পড়ার সুযোগ দিচ্ছে মণিপুর বিশ্ববিদ্যালয়। বিষয় ‘মায়ানমার স্টাডিজ়’। কোর্সের মেয়াদ এক বছর। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য ভর্তি নেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে মণিপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১১ জানুয়ারি ২০২৬। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।