National Forensic Sciences University Admission 2025

ফরেন্সিক নার্সিং বা ডেন্টিস্ট্রি নিয়ে স্নাতকোত্তর করতে চান! কোন প্রতিষ্ঠানে শুরু ভর্তি?

প্রতিটি কোর্সে ২০টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৯:৫৮
National Forensic Sciences University

ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি (এনএফএসইউ)। ছবি: সংগৃহীত।

ফরেন্সিক সায়েন্স-এর দু’টি বিশেষ বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে গুজরাতের ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি (এনএফএসইউ)। উভয় কোর্সে চলতি শিক্ষাবর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, আগ্রহীরা এ জন্য অনলাইনে তাঁদের আবেদনপত্র পাঠাতে পারবেন।

Advertisement

ফরেন্সিক নার্সিং এবং ফরেন্সিক ডেন্টিস্ট্রি— এই দু’টি বিশেষ ক্ষেত্রে এমএসসি করতে পারবেন পড়ুয়ারা। দু’টি কোর্সের মেয়াদ দু’বছর। প্রতি কোর্সে ২০টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এই কোর্সের জন্য ক্লাস নেবেন সংশ্লিষ্ট ক্ষেত্রের আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের বিশেষজ্ঞেরা। পড়ুয়াদের ক্লিনিক্যাল সেশন, মক কোর্ট রুম, কেস স্টাডি প্রেজ়েন্টেশন, আলোচনার মাধ্যমে কোর্সের বিষয়বস্তু পড়ানো এবং শেখানো হবে।

কোর্সের ভর্তির জন্য যোগ্যতার শর্তাবলি মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানে উভয় কোর্সের ক্লাস শুরু হবে আগামী বছর ৫ জানুয়ারি থেকে।

ইচ্ছুক পড়ুয়ারা বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র-সহ বাকি নথি জমা দিতে পারবেন। আগামী ৮ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন