PhD Admission 2025

পিএইচডি করবেন! ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, সুরতে মিলতে পারে সুযোগ

আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হওয়া দরকার। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্ধারিত মেধাতালিকার ভিত্তিতে মিলবে সুযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৬:৪৮
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, সুরত।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, সুরত। ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান এবং হিউম্যানিটিজ় বিভাগের একাধিক বিষয়ে পিএইচডি করার সুযোগ দিচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) সুরত। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ট্রাইবাল টেকনোলজি ডেভেলপমেন্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফিজ়িক্স, কেমিস্ট্রি বিষয়ে পিএইচডি করতে পারবেন আগ্রহীরা। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হওয়া দরকার। লিখিত এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মেধাতালিকার ভিত্তিতে মিলবে সুযোগ। পাশাপাশি গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

এনআইটি সুরতের ওয়েবসাইটে যেতে হবে প্রথমে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ নভেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনআইটি সুরতের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন