NIBMG Admission 2025

কল্যাণীর এনআইবিএমজিতে ইন্টিগ্রেটেড এমএস-পিএইচডি কোর্স করার সুযোগ, কোন বিষয়ে?

চলতি বছরের অগস্ট পর্বের জন্য প্রতিষ্ঠানের তরফে এই প্রোগ্রামে ভর্তির আয়োজন করা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৮:০০
NIBMG Kalyani

এনআইবিএমজি। ছবি: সংগৃহীত।

কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি)-এ একটি ইন্টিগ্রেটেড প্রোগ্রামে ভর্তির সুযোগ রয়েছে। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠান থেকে একটি বিষয়ে ইন্টিগ্রেটেড এমএস-পিএইচডি করা যাবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

প্রতিষ্ঠানে বায়োটেকনোলজি বিষয়ের উপর ইন্টিগ্রেটেড এমএস-পিএইচডি করা যাবে। সঙ্গে স্পেশালাইজ়েশন করা যাবে বায়োমেডিক্যাল জেনোমিক্সে। চলতি বছরের অগস্ট পর্বের জন্য প্রতিষ্ঠানের তরফে এই প্রোগ্রামে ভর্তির আয়োজন করা হচ্ছে। আগ্রহীরা যে ক্ষেত্রগুলিতে গবেষণার সুযোগ পাবেন, সেগুলি হল— ইনফেকশাস ডিজ়িজ় বা সংক্রামক রোগ, ক্রনিক ডিজ়িজ়, ক্যানসার, কম্পিউটেশনাল বায়োলজি এবং স্ট্যাটিস্টিক্যাল জেনোমিক্স।

আবেদনকারীদের বায়োলজিক্যাল সায়েন্সেসের যে কোনও বিষয়ে স্নাতক স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। নম্বরের ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তেরা। যাঁরা স্নাতকের শেষ বর্ষে পাঠরত, তাঁরাও কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন।

আগ্রহীদের এর জন্য মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ৯ জুন। পাশাপাশি সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে যথাক্রমে ২৫০ এবং ১০০ টাকা। আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন আগামী ১৬ জুন।

সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তির জন্য পড়ুয়াদের চলতি বছরে জয়েন্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এগজ়ামিনেশন ফর বায়োলজি অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি লাইফ সায়েন্সেস অথবা বায়োটেকনোলজিতে জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স-এ উত্তীর্ণ হতে হবে। দু’টির মধ্যে যে কোনও একটি পরীক্ষায় পড়ুয়াদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথমিক স্ক্রিনিং পর্ব সম্পন্ন হবে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন