MBA Admission 2026

হসপিটাল ম্যানেজমেন্ট-সহ নানা বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে! শুরু আবেদন প্রক্রিয়া

বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকায় উত্তীর্ণ হলেই সুযোগ মিলবে ভর্তি হওয়ার। প্রবেশিকার নাম ‘ম্যানেজমেন্ট এন্ট্রান্স টেস্ট ২০২৬’। যা ১২ এপ্রিল আয়োজিত হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৮:২৫
পঞ্জাব বিশ্ববিদ্যালয়।

পঞ্জাব বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

হসপিটাল ম্যানেজমেন্ট-সহ একাধিক বিষয়ে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়ার সুযোগ দিচ্ছে পঞ্জাব বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

হসপিটাল ম্যানেজমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ম্যানেজমেন্ট, আইটি ও টেলিকমিউনিকেশনস ম্যানেজমেন্ট, ক্যাপিটাল মার্কেটস, রিটেল ম্যানেজমেন্ট, ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট, ব্যাঙ্কিং ও ইনশিয়োরেন্স ম্যানেজমেন্ট অথবা বিজনেস অ্যানালিটিক্স বিষয়ে উচ্চস্তরের ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকায় উত্তীর্ণ হলেই সুযোগ মিলবে ভর্তি হওয়ার। প্রবেশিকার নাম ‘ম্যানেজমেন্ট এন্ট্রান্স টেস্ট ২০২৬’। যা ১২ এপ্রিল আয়োজিত হবে। আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ মার্চ। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন