WBSSC 9th - 10th Result

পিছোচ্ছে নবম-দশম নিয়োগ পরীক্ষার ফলঘোষণা! একাদশ-দ্বাদশের ভুল যেন আর না হয়, সতর্ক এসএসসি

নবম-দশম শ্রেণির জন্য ২৩,২১২টি শূন্যপদ ছিল। পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। মোট ১১টি বিষয়ে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৩:৫৭

— ফাইল চিত্র।

নবম দশমের পরীক্ষার ফলঘোষণার দিন পিছিয়ে দেওয়া হচ্ছে। চলতি সপ্তাহে শনিবার ফলাফল প্রকাশ করার সম্ভাবনা ছিল, তেমনই ইঙ্গিত মিলেছিল এসএসসি-র তরফে। কিন্তু শেষ পর্যন্ত তা পিছোচ্ছে বলেই জানা গিয়েছে।

Advertisement

শিক্ষা দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহে সোমবার নবম-দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল জানানো হতে পারে। ভুলের পুনরাবৃত্তি রুখতেই কি পিছিয়ে দেওয়া হল ফলঘোষণার দিন?

শিক্ষা দফতরের একাধিক কর্তার কথায় সেই ইঙ্গিতই মিলেছে। একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলঘোষণা হতেই নানা সমস্যা দেখা দিয়েছিল। প্রাথমিক ভাবে অনেকেই ওয়েবসাইটে ঢুকে ফল দেখতে পাচ্ছিলেন না প্রযুক্তিগত সমস্যার কারণে। তার পর ফলাফলে বিস্তর গোলমালের অভিযোগও তুলেছিলেন পরীক্ষার্থীরা।

চলতি সপ্তাহে একাদশ-দ্বাদশে নিয়োগের জন্য ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেও ‘অযোগ্য’ প্রার্থীদের নাম থাকার অভিযোগ তুলেছিলেন অনেকে। এ বিষয়ে মামলাও দায়ের হয়েছে হাই কোর্টে। আগামী বুধবার সেই মামলার শুনানি হতে পারে বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে। গত সোম ও মঙ্গলবার একাদশ-দ্বাদশে নিয়োগের জন্য নথি যাচাইয়েরও কিছু সমস্যা দেখা গিয়েছে। কমিশন এমন ২৬ জন চাকরিপ্রার্থীকে চিহ্নিত করেছে, যাঁরা ভুয়ো নথি জমা দিয়েছিলেন।

সূত্রের খবর, এই ধরনের ভুলের পুনরাবৃত্তি যাতে নবম-দশমের ক্ষেত্রে না হয়, তা সুনিশ্চিত করতেই খানিকটা সময় হাতে রাখতে চাইছেন কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে এসএসসি সমস্ত নথি যাচাই করে ফলপ্রকাশ করতে চাইছে।

এসএসসি-র দেওয়া তথ্য অনুযায়ী, নবম-দশম শ্রেণির জন্য ২৩,২১২টি শূন্যপদ ছিল। পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। মোট ১১টি বিষয়ে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। তবে, ওই শূন্যপদের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে, এমন আভাসও মিলেছে এসএসসি-র তরফে। ওই তালিকা ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের আগে প্রকাশ করা হবে।

এসএসসি নবম ও দশমের লিখিত পরীক্ষার ফলাফল ওয়েবসাইট মারফত প্রকাশ করবে। পরীক্ষার্থীদের রোল নম্বর এবং জন্ম তারিখের তথ্য জমা দিয়ে ওই ফলাফল দেখে নিতে হবে। ফল প্রকাশের পরই ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের জন্য কারা ডাক পাবেন, সেই তালিকাও প্রকাশ করবে কমিশন।

Advertisement
আরও পড়ুন