SSC Updates Norms

তিনটির বদলে দু’টি শংসাপত্র! বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের নিয়মে বদল, কী জানাল এসএসসি?

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের জন্য নিয়মে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৬:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নিয়োগ প্রক্রিয়ায় তথ্য যাচাইয়ের জন্য বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীদের তিনটি বিভাগের অধীনে শংসাপত্র জমা দিতে হয়। স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) সেই নিয়মে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

কমিশনের তরফে জানানো হয়েছে, ২০২৪-এর ১৬ অক্টোবরের পর যে সমস্ত বিভাগে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের সিঙ্গল ডিজঅ্যাবিলিটি কিংবা মাল্টিপল ডিজঅ্যাবিলিটি-র অধীনে শংসাপত্র জমা দিতে হবে।

এর আগে ওই দু’টি বিভাগ ছাড়া আরও একটি বিভাগের অধীনে বিশেষ ভাবে সক্ষমদের শংসাপত্র জমা দিতে হত। তাতে প্রার্থীদের শারীরিক অক্ষমতার বিষয়ে বিশদ তথ্য উল্লেখ করতে হত। কমিশন জানিয়েছে, এই প্রক্রিয়ায় পার্সন উইথ বেঞ্চমার্ক ডিজ়অ্যাবিলিটি শ্রেণিভুক্ত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। তাই কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ এমপাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ডিজ়অ্যাবিলিটিজ়-এর নিয়ম মেনেই দু’ধরনের শংসাপত্র গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

তবে, ১৬ অক্টোবর, ২০১৬-র আগে যাঁরা পরীক্ষা দিয়েছেন, কিন্তু নিয়োগের প্রক্রিয়া এখনও চলছে— এই নিয়ম তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাঁদের তিনটি বিভাগের মধ্যে যে কোনও একটির অধীনে তথ্য জমা দিতে হবে।

Advertisement
আরও পড়ুন