Madhyamik 2026

মাধ্যমিকের এক সপ্তাহ আগেও রেজিস্ট্রেশন করেনি পড়ুয়ারা! ফের সুযোগ দিতে চালু হবে পোর্টাল

২০২৬-এর মাধ্যমিক শুরু হতে চলেছে ২ ফেব্রুয়ারি থেকে, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা শুরু হওয়ার এক সপ্তাহ আগেও নাম নথিভুক্তিকরণের প্রক্রিয়া শুরু করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। কিন্ত কেন?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১২:৫৬
২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হতে চলেছে।

২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হতে চলেছে। নিজস্ব চিত্র।

মাধ্যমিক শুরু হতে আর এক সপ্তাহ বাকি। অথচ পরীক্ষার জন্য নাম জমা পড়েনি অনেকের। অভিযোগ, স্কুলের তরফে ভুল নামও জমা দেওয়া হয়েছে। এ দিকে ২০ জানুয়ারিতে ২০২৬-এর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি করা সম্পূর্ণ হয়ে গিয়েছে বলেই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তাই পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে ত্রুটি সংশোধন এবং নতুন করে নাম নথিভুক্তিকরণের জন্য আবার পোর্টাল চালু করতে চলেছে পর্ষদ।

Advertisement

পর্ষদের সচিব সুব্রত ঘোষ জানিয়েছেন, স্কুলগুলিকে সঠিক ভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য পাঠিয়ে দিতে বলা হলেও ত্রুটি থেকেই গিয়েছে। তাই সেই সমস্যা মেটাতেই নতুন করে পোর্টাল চালু করতে হচ্ছে।

নিয়ম অনুযায়ী, রাজ্যের সমস্ত স্কুলে নবম শ্রেণিতে মাধ্যমিকের রেজিস্ট্রেশন করাতেই হবে। অকৃতকার্য পড়ুয়াদের জন্য আলাদা করে রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট সময় ধার্য করা হয়। অথচ, বার বার নির্দেশিকা দেওয়া হলেও নির্দিষ্ট সময় পর্যন্ত পোর্টাল চালু থাকা সত্ত্বেও সমস্যা থেকেই গিয়েছে। বিভিন্ন কারণে নাম নথিভুক্তিকরণ সম্পূর্ণ করতে পারেনি বহু স্কুল।

সেই মর্মেই ২০২৫-এর ডিসেম্বরে স্কুলগুলিকে আর্থিক জরিমানা দিতে নির্দেশ দিয়েছিল পর্ষদ। প্রতি পড়ুয়ার জন্য ৫,০০০ টাকা দিতে হয়েছিল। তা নিয়ে বিস্তর প্রতিবাদ জানিয়ে প্রধান শিক্ষকদের সংগঠন রাজ্য সরকারকে চিঠি লিখে অভিযোগ জানায়। সেই সময় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, এই বিষয়ে শিক্ষা দফতর হস্তক্ষেপ করবে না।

এর পরই শনিবার শিক্ষামন্ত্রীর তরফে জানানো হয়েছে, পোর্টাল নতুন করে চালু করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দফতর এবং মধ্যশিক্ষা পর্ষদ। ২৭ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত পর্ষদের ওয়েবসাইট মারফত পড়ুয়াদের নাম নথিভুক্তিকরণের সুযোগ থাকছে। এরই সঙ্গে যে সমস্ত স্কুল পড়ুয়াদের ভুল তথ্য জমা দিয়েছে, তা-ও সংশোধন করা যাবে ওই সময়সীমার মধ্যে। ২৯ জানুয়ারি স্কুলগুলিকে লেট ফি জমা দিয়ে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন