WBBME Result 2025

মে মাসেই ফল ঘোষণা মাদ্রাসার, কী ভাবে দেখবেন নম্বর?

ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ডের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা অনলাইনে নির্দিষ্ট সময় থেকে ফলাফল দেখতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৭:২৩
WBBME Result 2025.

প্রতীকী চিত্র।

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিনই মাদ্রাসার রেজ়াল্ট ঘোষণা করা হবে। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ডের তরফে ৩ মে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল ঘোষণা দিন স্থির করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অফিস থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করা হবে। চলতি বছর ১০ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা হয়েছিল।

Advertisement

মাদ্রাসার মোট তিনটি স্তর মিলিয়ে চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৫,১১০। এর মধ্যে হাই মাদ্রাসায় ৪৭,৩৭৬, আলিম পরীক্ষায় ১২,৫০৩ এবং ফাজিল পরীক্ষায় ৫,১২৫ জন পরীক্ষার্থী। ২০ জেলা মিলিয়ে ২০৬টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হয়েছে। উল্লেখ্য, ২০২৪-এ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬২,২৬৪ জন।

মধ্যশিক্ষা পর্ষদের মতোই ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষার্থী ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করতে গিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থী সেই বছর আর পরীক্ষায় বসতে পারবে না এবং সেই বছর তার সব পরীক্ষা এবং রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

পরীক্ষার ফলাফল অনলাইনে বেলা ১২টা থেকে জানা যাবে। পরীক্ষার্থীরা https://www.wbbme.org ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখে নিতে পারবেন। এ ছাড়াও ৩ মে থেকেই উত্তরবঙ্গ আঞ্চলিক অফিস, বহরমপুর বিতরণ কেন্দ্র (মুর্শিদাবাদ), নদিয়া ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা, দার্জিলিং-এর সামসিয়া হাই মাদ্রাসা, কোচবিহারের সুকতাবারি এক্রামিয়া হাই মাদ্রাসা, পূর্ব মেদিনীপুরের পরমহংসপুর বরকাতিয়া হাই মাদ্রাসা, পশ্চিম বর্ধমানের এস এম আই হাই মাদ্রাসা,পূর্ব বর্ধমানের বর্ধমান হাই মাদ্রাসা, বাঁকুড়ার কেঁথারডাঙ্গা হাই মাদ্রাসা এবং বীরভূমের হামিদিয়া হাই মাদ্রাসার বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

Advertisement
আরও পড়ুন